অপব্যবহারের অভিযোগ

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগ তুলে মোদি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিল একাধিক বিরোধী দল।

Must read

নয়াদিল্লি : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগ তুলে মোদি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিল একাধিক বিরোধী দল। তবে স্মারকলিপিতে স্বাক্ষর নেই তৃণমূলের প্রতিনিধিদের। তৃণমূল সাংসদদের বক্তব্য, এই মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের স্বার্থে মূল্যবৃদ্ধি-সহ একাধিক জনস্বার্থ বিরোধী ইস্যুকে সংসদে তুলে ধরা।

আরও পড়ুন-ফারুকের বিরুদ্ধে চার্জশিট

মঙ্গলবার নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দেন কয়েকজন বিরোধী সাংসদ। সেখানে তাঁদের অভিযোগ, মোদি সরকার প্রতিহিংসাবশত কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষমতার অপব্যবহার করছে। আইন আইনের পথে চলবে, কিন্তু তা যে কায়দায় ব্যবহার করা হচ্ছে তা গণতন্ত্রের পক্ষে শুভ ইঙ্গিত নয়। সংসদের বাদল অধিবেশন বাধাপ্রাপ্ত হচ্ছে সরকার পক্ষের অনমনীয় জেদের কারণে। মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে জিএসটির বিষয়ে কোনও আলোচনাই করতে চাইছে না কেন্দ্রীয় সরকার।

Latest article