পিয়ালির জেল হেফাজত, চক্রীদের শাস্তি চাই : নেত্রী

সন্দেশখালি : সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ

Must read

প্রতিবেদন : একে একে খসে পড়ছে মুখোশ। ফাঁস হয়ে গিয়েছে বিজেপির নোংরা চক্রান্ত। সন্দেশখালিতে মাত্র কয়েকটা ভোটের জন্য মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ সাজিয়েছিল বিজেপি। মঙ্গলবার সেই ঘৃণ্য চক্রান্তের দায় স্বীকার করে বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন সন্দেশখালির অন্যতম আন্দোলনকারী তথা বিজেপি প্রার্থী রেখা পাত্রর ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পি। আদালত তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন সন্দেশখালির এই নোংরা ভোট-রাজনীতি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে কল্যাণীর জনসভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, মা-বোনেদের টাকা দেওয়াটা বড় কথা নয়, তাঁদের অসম্মান করাটাই বড় কথা। তুমি মা-বোনেদের না জানিয়ে তাঁদের দিয়ে যা-তা লিখিয়ে নিয়েছ। তাঁরা নিজেরাই আজকে বলছে, এটা আমাদের নামে লেখা হয়েছে। আমাদের অন্য কথা বলেছে। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু স্থানীয় মণ্ডল সভাপতি শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, তাদের শাস্তি হবে না কেন? নেত্রী আরও বলেন, গ্যারান্টিবাবু বলছেন, সন্দেশখালিতে এই হচ্ছে, ওই হচ্ছে। আমি বলেছি, ওরে সত্যের জয় হবেই। মিথ্যা চিরকাল স্থায়ী হয় না। তোমার মিথ্যা বেরিয়ে যাবে।

আরও পড়ুন-নির্বাচনবিধি ভেঙেছেন প্রধানমন্ত্রী, কমিশনে চিঠি তৃণমূল কংগ্রেসের

কয়েকদিন আগেই সন্দেশখালির এক মহিলা পিয়ালি দাসের বিরুদ্ধে সাদা কাগজে সই করিয়ে মিথ্যা ধর্ষণের মামলা সাজানোর অভিযোগ করে থানায় মামলা দায়ের করেন। ওই মহিলার অভিযোগ ছিল, প্রথমে সাদা কাগজে তাঁকে দিয়ে সই করিয়ে নেন পিয়ালি। পরে মিথ্যা ধর্ষণের বয়ান লিখে থানায় জমা দেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ হাজিরার নোটিশ পাঠালেও প্রথমে এড়িয়ে যান বিজেপি প্রার্থীর ছায়াসঙ্গী। তবে মঙ্গলবার নিজেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন বিজেপি নেত্রী। অন্যদিকে, মঙ্গলবার সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্টিং অপারেশন ভিডিওর নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন সন্দেশখালির মহিলাদের একাংশ। সিবিআই নয়, শীর্ষ আদালতের তত্ত্বাবধানে সিট গঠন করে সন্দেশখালি-কাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চে মামলা দায়ের করেছেন তাঁরা। মামলাকারীদের পক্ষে শীর্ষ আদালতে বিশিষ্ট আইনজীবী ড. মেনকা গুরুস্বামী জানান, গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে বিজেপির চক্রান্ত ফাঁস করে একাধিক স্টিং অপারেশনের ভিডিও ফাঁস হয়েছে। যার ফলে সন্দেশখালির বাসিন্দাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্তে মামলাকারীদের আস্থা রয়েছে কি না সে বিষয়ে জানতে চাওয়া হলে মেনকা গুরুস্বামী বলেন, সিবিআই নয়। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিট-এর মতো স্বাধীন সংস্থাই এই ঘটনার তদন্ত করুক।

Latest article