মুম্বই, ১ জুলাই : রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ১৭ অগাস্ট থেকে দু’দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে ও টি-২০ সিরিজ হওয়ার কথা মীরপুর ও চট্টগ্রামে। কিন্তু সাম্প্রতিক আলোচনায় বোঝা গিয়েছে, সিরিজ নির্ধারিত সময় নাও হতে পারে।
বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বলেছেন, আমরা তিনদিন আগে বিসিসিআই-এর (BCCI) সঙ্গে ইতিবাচক আলোচনা করেছি। তবে আসন্ন অগাস্ট ও সেপ্টেম্বরেই সিরিজ হবেই, এটা জোর দিয়ে বলা যাচ্ছে না। এখনও সিরিজ নিয়ে আলোচনা শেষ হয়নি। ভারতীয় বোর্ড (BCCI) সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। পরের সুবিধাজনক উইন্ডোতে সিরিজটা করার বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। তবে যে পর্যায়ে আলোচনা চলছে, তাতে আমরা আশাবাদী।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজ নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। পরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় অনিশ্চয়তা বাড়ে। ফলে পরিস্থিতির অভাবনীয় উন্নতি না হলে অগাস্টে বিরাট-সূর্যদের বাংলাদেশ সফর হচ্ছে না।
আরও পড়ুন-বিশ্বকাপে চোখ রোনাল্ডোর