প্রতিবেদন : চলতি শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ বা এনসিইআরটি (NCERT) অষ্টম শ্রেণি থেকে নিয়মিত বিষয় হিসেবে থিয়েটার, সঙ্গীত এবং শিল্পকে বাধ্যতামূলক করেছে। পড়ুয়াদের আরও সৃজনশীল করে তোলা ছাড়াও তাঁদের মধ্যে শৈল্পিক বোধ বেশি করে তৈরি করার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ক্লাসে ওঠার জন্য এই বিষয়গুলিতে পাশ করা বাধ্যতামূলক বলেই জানানো হয়েছে। এনসিইআরটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আর্ট’ এখন অষ্টম শ্রেণিতে একটি বাধ্যতামূলক বিষয় হবে। পরবর্তী শিক্ষাবর্ষে অগ্রগতির জন্য সকল শিক্ষার্থীকে এই বিষয়টি পড়তে হবে এবং পাশ করতে হবে।
আরও পড়ুন-আইসিসি ক্রিকেট কর্তা সৌরভকে নালিশ সানির
এই গোটা বিষয়টিকে একই ছাতার তলায় আবার জন্য কৃতি নামক একটি বই প্রকাশ করা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের থিয়েটার, সঙ্গীত, নাটক এবং শিল্পের মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে।
তবে কোনও কিছু জোর করে চাপিয়ে দেওয়া নয়। বরং এই শৈল্পিক বিষয়গুলি ভালবেসেই করুক এমনটাই মনে করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, পর্ষদ আগে থেকেই এই বিষয়গুলি চালু করেছিল। কিন্তু কখনওই তা বাধ্যতামূলক করেনি। পর্ষদ সভাপতির কথায়, কারোর যদি আঁকতে ভাল লাগে তাহলে সে সেটাই করুক মন দিয়ে। ওই সংশ্লিষ্ট পড়ুয়ার যদি নাটক ভাল না লাগে তাহলে তাঁকে সেই বিষয়ে ফেল করানো হবে এটা ঠিক নয়। এক্ষেত্রে এনসিইআরটি যেভাবে ওই বিষয়গুলিকে বাধ্যতামূলক করেছে, চাপিয়ে দিচ্ছে সেই দিকটি সমর্থনযোগ্য নয়।