প্রতিবেদন : বেসরকারি হাসপাতালগুলিতে কোন কোন রোগের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে, তার প্রচারে ডিসপ্লে বোর্ড রাখা বাধ্যতামূলক করছে রাজ্য সরকার৷ সরকারি হাসপাতালেও এই সংক্রান্ত বোর্ড থাকবে৷ দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi) ব্যবস্থা করেছে সরকার৷ কিন্তু এই প্রকল্পের সুবিধে অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ। সেই ছবিতে বদল আনতে এবার এমনই সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।
এই কার্ড থাকলেও অনেক সময় বেসরকারি হাসপাতালগুলিতে পরিষেবা মেলে না৷ এর প্রতিকারে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi) নিয়ে নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন৷ সাম্প্রতিক অতীতে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, বেসরকারি হাসপাতালগুলিকেও স্বাস্থ্যসাথীর সুবিধা দিতে হবে৷ কিন্তু অভিযোগ, বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথীর সুবিধা দিতে চায় না৷ এই বিষয়ে সরকার কড়া হওয়ার পর বহু বেসরকারি হাসপাতাল সাধারণ মানুষকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় পরিষেবা দিচ্ছে৷ কিন্তু এই অবস্থায় নতুন সমস্যা সামনে এসেছে৷ স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালগুলিতে যে সমস্ত রোগের চিকিৎসা করা যায়, সে বিষয়ে বিভ্রান্ত করা হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে৷ ভুল বুঝিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এমনও অভিযোগ পেয়েছে নবান্ন৷ আর এই বিষয়টি রুখতে এবার হাসপাতালগুলিতে (সরকারি ও বেসরকারি) কোন কোন রোগের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে, তা প্রচার করতে ডিসপ্লে বোর্ড রাখা বাধ্যতামূলক করছে রাজ্য সরকার৷ এরপর সাধারণ মানুষ প্রথমত জানতে পারবেন কোন হাসপাতালগুলি সরাসরি স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করেন৷ দ্বিতীয়ত, হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কোন কোন রোগের চিকিৎসা হয় সেটাও সহজেই জানা যাবে৷
আরও পড়ুন-নেহরুর প্রতি গেরুয়া রাজনাথের শ্রদ্ধার্ঘ্য নেপথ্যে কি কোনও তাৎপর্যপূর্ণ অঙ্ক?
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…