প্রতিবেদন : প্রবল বর্ষণে, সেই সঙ্গে বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার ফলে বিপর্যস্ত বাংলা (Bengal)। উত্তর থেকে দক্ষিণের বহু জেলা প্লাবিত। সাধারণ মানুষের দুর্ভোগে রীতিমতো চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পায়ের চোটের জন্য নিজে যেতে না পারলেও দলের নেতা-মন্ত্রীদের পাঠিয়ে দিচ্ছেন দুর্গত এলাকায় মানুষের পাশে থাকতে।
আরও পড়ুন-জুয়ার ঠেক থেকে ধৃত বিজেপি নেতা
তাঁরই নির্দেশে, রবিবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে বাংলার শেষ প্রান্ত সিকিম সীমান্তবর্তী রংপোতে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শুধু ঘুরে দেখাই নয়, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দুর্গতদের মধ্যে সরকারি ত্রাণ বিলিও করেন অরূপ। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, জিটিএ চেয়ারম্যান অনীত থাপা, স্থানীয় বিধায়ক রুদেন লেপচা, শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।