মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান নিয়ে কনসার্ট কসবায়

উৎসবের মরশুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা এবং সুর করা গান নিয়ে ‘কনসার্ট’ কলকাতায়।

Must read

উৎসবের মরশুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা এবং সুর করা গান নিয়ে ‘কনসার্ট’ কলকাতায়। আগামী ১২ জানুয়ারি, রবিবার কসবার রাজডাঙা খেলার মাঠে পিঠেপুলি উৎসবের সূচনা হবে। উৎসব সূচনার দিন মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা ৩২টি গান নিয়ে ওই কনসার্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের আয়োজক ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ৩২টি বাছাই গান কনসার্টে গাওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য।

আরও পড়ুন-ধ.র্ষণে বাধা দেওয়ায় আট বছরের শিশুকে খু.ন বারাণসীতে

এই মর্মে তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অনেক গান গোল্ডেন ডিস্ক পেয়েছে। সেগুলি নিয়েই কনসার্ট করার পরিকল্পনা করা হয়েছে।পাঁচ দিন ধরে চলে সেই উৎসব। প্রচুর জনসমাগম হয় এই অনুষ্ঠানে। এ বার এই অনুষ্ঠান নতুন মাত্রা আনবে বলেই মনে করছেন শিল্পীমহল। গত কয়েক বছর ধরে পুজোয় মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গান ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে। শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো, ভাইফোঁটা এবং বড়দিনের মতো উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী গান লিখে সুর দিয়েছেন। ১৯ ডিসেম্বর পার্ক স্ট্রিটের লাগোয়া অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই মঞ্চ থেকে তিনি জানান ‘‘সব অনুষ্ঠানেই আমি গান লিখি। তাই ভাবলাম বড়দিন কেন বাকি থাকবে। দু’দিন আগে হাঁটতে হাঁটতে গানটা আমি লিখেছি।’’

আরও পড়ুন-উত্তরপ্রদেশের পুত্রবধূর উপর দু’বার অ্যাসিড হামলা

বড়দিনের গানটির সম্পূর্ণ রূপ দেওয়ার দায়িত্ব তিনি ইন্দ্রনীল সেনের ওপর দিয়েছিলেন। ইন্দ্রনীল সেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সেই গান রেকর্ড করান। অ্যালেন পার্কের মঞ্চে সেই গান বাজানো হয় সেদিন। দুর্গাপুজোয় সুরুচি সঙ্ঘের থিম সং লিখে এবং তার সুর করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল।

 

 

Latest article