মুজিবের স্মৃতি ভাঙার নিন্দা, বাংলাদেশকে কড়া বার্তা ভারতের, তলব রাষ্ট্রদূতকে

উন্মত্ত জনতার আক্রমণে ভেঙে ধুলোয় মিশে গেল ৩২ ধানমন্ডি। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের শেষ স্মৃতি।

Must read

প্রতিবেদন: বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভেঙে দেওয়ার তীব্র নিন্দা করলেন ভারতের বিদেশ দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুধু তাই নয়, তলব করা হল বাংলাদেশের রাষ্ট্রদূতকেও।
উন্মত্ত জনতার আক্রমণে ভেঙে ধুলোয় মিশে গেল ৩২ ধানমন্ডি। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের শেষ স্মৃতি। বাংলাদেশে ৫ ফেব্রুয়ারি রাতের ছবি দেখে কোথাও মনে হয়নি দেশের আইনের শাসন রয়েছে। যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় রয়েছে, তাদের বিন্দুমাত্র নিন্দাবার্তা শোনা যায়নি এই ঘটনার পরে। শুধুই ইউনুসের দায়সারা বিবৃতি ছাড়া। স্বাভাবিকভাবেই এই ধারণাই প্রতিষ্ঠিত হয়েছে, মুখ্য প্রশাসক মহম্মদ ইউনুসের মদতেই ভাঙা হয়েছে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। কোনওভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাঙার সমর্থন ভারত যে করে না, তা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল বিদেশমন্ত্রকের তরফে।

আরও পড়ুন-ধর্ষণে বাধা, লাথি মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হল গর্ভবতীকে

মুজিবের বাড়ি ভাঙার পরে স্বাভাবিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অডিও বার্তায় একদিকে যেমন ওই বাড়ির ইতিহাস ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তাঁর সম্পর্কের কথা উঠে এসেছে, তেমনই কাদের প্ররোচনায় বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল, তাও স্পষ্ট করে দিয়েছেন হাসিনা। সেখানে বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যকলাপে মুখ্য প্রশাসক মহম্মদ ইউনুসের একাধিক কীর্তিও উঠে আসে। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয় ভারতকে সতর্ক করে। ভারতের উপরাষ্ট্রদূতকে ঢাকায় বাংলাদেশ বিদেশমন্ত্রকের তরফ থেকে ডেকে পাঠিয়ে চিঠি দেওয়া হয়। চিঠির সারমর্ম, হাসিনা যে ধরনের বক্তব্য দিয়েছেন, তাতে ‍‘শান্তি’ নষ্ট হবে বাংলাদেশের। বাংলাদেশের সম্প্রীতি রক্ষার স্বার্থে শেখ হাসিনার এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করতে বলা হয় ভারতকে। তবে তাতে যে আদৌ কোনও গুরুত্ব দিচ্ছে না ভারত তা স্পষ্ট করে দিল ভারত।

Latest article