নিন্দনীয়! মুম্বইগামী ট্রেন থেকে রেললাইনের উপর আবর্জনা ফেলে কোচের ডাস্টবিন সাফ করছেন কর্মী

তীব্র ক্ষোভের মুখে পড়ে রেলওয়ে ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়া জানায় এবং অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

Must read

প্রতিনিয়ত রেলের (Indian Railway) গাফিলতি বা রেলের কর্মীদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এবার এক ভাইরাল ভিডিওতে দেখা গেল ট্রেন সাফ রাখতে আবর্জনা ফেলা হল ট্রেনলাইনে। এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়েছে ওবিএইচএসের (OBHS) একজন কর্মী কোচের ভেতরে রাখা ডাস্টবিন ব্যবহার না করে রেলের ট্র্যাকে খাবার ও আবর্জনা ফেলে দিচ্ছেন। কোনও দ্বিধা না করেই, তিনি চলন্ত ট্রেন থেকে আবর্জনা ছুঁড়ে ফেলে দেন। খুব দ্রুত এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। রেলপথ দূষণ এবং আবর্জনা অনুপযুক্তভাবে ফেলার জন্য এই কর্মীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জনগণ রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। ‘KantInEat’ নামের একজন এক্স হ্যান্ডেলে এই বিষয়টি শেয়ার করেছেন। জানা গেছে, প্রয়াগরাজের কাছে সুবেদারগঞ্জ থেকে মুম্বইগামী যাত্রীবাহি ০৪১১৫ ট্রেনে এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন-নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট

তীব্র ক্ষোভের মুখে পড়ে রেলওয়ে ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়া জানায় এবং অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এরপরেই ‘রেলওয়ে সেবা’, রেল ব্যবহারকারীদের সহায়তার জন্য অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ট্রেনগুলিতে সঠিক আবর্জনা ফেলার ব্যবস্থাপনার কথা তুলে ধরে রেল কর্তৃপক্ষ এবং OBHS কর্মীদের এহেন আচরণের নিন্দা করে। পোর্টালটির মাধ্যমে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্মচারীকে জরিমানা করা হয়েছে। রেলওয়ে সেবা পোস্ট করেছে ট্রেন এবং রেলওয়েতে যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য কর্মীদের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এতদিন কিসের অপেক্ষা করা হচ্ছিল এই নিয়েও নেটিজেনরা প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন-তেলঙ্গানার সুড়ঙ্গে বন্দি শ্রমিকদের খোঁজে এবার পুলিশের বিশেষ কুকুর

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ট্রেনের এক কর্মী কোচের দরজা খুলে খাবারের প্লেট এবং নষ্ট খাবার চলন্ত ট্রেন থেকে ফেলে দিচ্ছেন। তিনি নির্দ্বিধায় আবর্জনা ট্র্যাকের উপর সেগুলি ছুঁড়ে ফেলছেন। কোচে ভ্রমণকারী যাত্রীরা ঘটনাটি ক্যামেরাবন্দি করছেন সেটা বোঝার পরেও তিনি ঔদ্ধত্যের বশেই নিজের কর্মকাণ্ড থেকে বিরত থাকেননি। তিনি ট্রেনের বাইরে আবর্জনা ফেলতে থাকেন। ভিডিওতে দেখা যায় যে তিনি ডাস্টবিন থেকেও আবর্জনা তুলে ট্রেনের বাইরে ফেলে দিচ্ছেন। একজন যাত্রী সেই কর্মীকে ট্র্যাকে আবর্জনা ফেলার সময় ডাস্টবিনের ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হেসে বললেন, “রাত ভর ভরেঙ্গে তো খালি কাহা করেঙ্গে (যদি এটি রাতে ভরে যায় তবে কোথায় খালি করব)?”। নিয়ম অনুযায়ী ট্রেন যখন জংশন এবং প্রধান স্টেশনগুলিতে থামে তখন নিয়মিত পরিষ্কার করা হয় আবর্জনার স্তুপ। তাহলে প্রশ্ন উঠছে তবে কী সেই নিয়ম বাতিলের খাতায় নাকি এই কর্মী নিয়মের ঊর্ধে।

 

Latest article