ভিনরাজ্যে বাঙালিদের উপর অকথ্য অত্যাচার ঘিরে এমনিতেই সরগরম বাংলা তার মধ্যেই এবার কেরলে (Kerala) কাজ করতে যাওয়া এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল। জানা গিয়েছে, মৃতের নাম আবুল হোসেন, বয়স ২৭। ফালাকাটার এই যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে কেরল পুলিশ।
আরও পড়ুন-ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও খুন! ফেলা হল নর্দমায়
ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার শেষ সীমানায় আবুলের বাড়ি। গত ২৭ জুলাই ওই যুবক কেরলে রঙ মিস্ত্রির কাজ করতে যান। শুক্রবার কত্তাকাল থানার অধীনে একটি ঝোপ থেকে এই বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। আবুল হোসেনের পরিবার কেরলে গিয়ে মৃতদেহ শনাক্ত করেছে। হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর ফলেই মৃতের পরিবার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে বলে জানা গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটায়।
আরও পড়ুন-আমেরিকা থেকে পরমাণু অস্ত্র হামলার হুমকি পাক সেনাপ্রধানের
কিছুদিন আগে কেরলে কাজ করতে গিয়ে হঠাৎ করেই তাঁর এমন রহস্যমৃত্যুর ঘটনায় রীতিমত সন্দেহ প্রকাশ করছে গোটা পরিবার। মৃত যুবকের কাকা আমিনুল হক এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানান হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছেন তারা। এটি নিশ্চিতভাবেই খুনের ঘটনা। কারা ওকে খুন করল তদন্ত করছে পুলিশ। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত, ভাষা বিতর্ক ও পরিযায়ী শ্রমিকদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে প্রথম থেকেই সরব বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বোলপুরের জামবুনি মোড়ের প্রকাশ্য সভা থেকে ভিন রাজ্যে ‘অত্যাচারিত’ বাংলাভাষীদের উদ্দেশ্য করে সাফ জানিয়েছিলেন, ”যারা বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন তাঁদের অনুরোধ করব ফিরে আসুন। বলুন কবে আসবেন? আমরা নিয়ে আসব। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। যখন ওরা চায় না তখন চলে আসুন।” এর মাঝেই এমন অমানবিক ঘটনা দেশজুড়ে নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে নিঃসন্দেহে।