প্রয়াত সাধন পাণ্ডে, মুখ্যমন্ত্রীর শোকবার্তা

মুম্বই থেকে আজই সাধন পাণ্ডের মরদেহ আসা হচ্ছে। রাতে সাধন পাণ্ডের মৃতদেহ রাখা থাকবে পিস হাভেনে। আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

Must read

প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande)। আজ সকালে মুম্বইয়ে (Mumbai) মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

এই নিয়ে ট্যুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। তিনি লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা।’

আরও পড়ুন-আইপিএল হতে পারে ছয় মাঠে

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে । রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর অনেকদিন ধরেই সামলেছেন। উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্ম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন সাধন পাণ্ডে।

মুম্বই থেকে আজই সাধন পাণ্ডের মরদেহ আসা হচ্ছে। রাতে সাধন পাণ্ডের মৃতদেহ রাখা থাকবে পিস হাভেনে। আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

 

Latest article