প্রত্যয়ী মানোলো, অতীত ভুলতে চান শুভাশিসও

মঙ্গলবার শিবিরের দ্বিতীয় দিন নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রের মাঠে ফুটবলারদের ফিটনেসে জোর দেন কোচ মানোলো মার্কুয়েজ রোকা

Must read

প্রতিবেদন : কলকাতায় জোরকদমে চলছে ভারতীয় ফুটবল দলের প্রস্তুতি শিবির। মঙ্গলবার শিবিরের দ্বিতীয় দিন নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রের মাঠে ফুটবলারদের ফিটনেসে জোর দেন কোচ মানোলো মার্কুয়েজ রোকা। বিভিন্ন ধরনের ফিটনেস ড্রিলে সুনীল ছেত্রী, মনবীর সিং, সুহেল ভাটদের ব্যস্ত রাখেন মানোলোর ফিটনেস ট্রেনার। অনুশীলনে এদিন গোলকিপারদের অনুশীলন ফেডারেশন জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল এবং ফেডারেশন প্রেসিডেন্ট। পাশাপাশি সুনীল, লিস্টনদের নিয়ে আক্রমণভাগকে ক্ষুরধার করার চেষ্টায় মানোলো।
দিন দশেকের শিবির শেষে কলকাতা থেকে ২৮ মে থাইল্যান্ড রওনা হবে ভারতীয় দল। সেখানে ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলে হংকংয়ের বিরুদ্ধে এএফএস এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে যাবে মানোলোর দল। অসুস্থতার কারণে এখনও শিবিরে যোগ দেননি আশিক কুরুনিয়ন। মোহনবাগানের উইঙ্গার যোগ দেবেন বুধবার। সদ্য বাবা হওয়ায় ছুটিতে থাকা রাহুল ভেকে শিবিরে যোগ দেবেন শুক্রবার।

আরও পড়ুন-যারা সেদিন মঞ্চে ছিল, তারাই এখন চাকরি খাওয়ার রাজনীতি করছে

টিম কম্বিনেশন এবং বোঝাপড়ার উপর জোর দিতে চাইছেন মানোলো। বাংলাদেশ ম্যাচে ড্র করে চাপে থাকা সুনীলদের কোচ অবশ্য আত্মবিশ্বাসী ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। স্প্যানিশ কোচ বললেন, ‘‘গ্রুপে সব দলই একে অপরকে হারাতে পারে। চারটি দলই এক পয়েন্টে দাঁড়িয়ে। সবাই এক জায়গায় রয়েছে। পাঁচ ম্যাচ হাতে রেখে শুরু করতে হবে। আমরা প্রস্তুত হওয়ার যথেষ্ট সময় পাচ্ছি।’’
ডিফেন্ডার শুভাশিস বসু জাতীয় দলে একমাত্র বাঙালি ফুটবলার। মোহনবাগানের জার্সিতে বর্ষসেরা ফুটবলারের সম্মান পাওয়া শুভাশিস বলছেন, ‘‘অতীত মাথায় রেখে হংকং ম্যাচ খেলতে নামব না। তার আগে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলে নিজেদের ভালভাবে তৈরি করার সুযোগ পাচ্ছি। বাংলাদেশ ম্যাচের ভুলত্রুটি শুধরে হংকং ম্যাচ খেলতে নামব। মোহনবাগান জার্সিতে সারা বছরের সাফল্য দেশের জার্সিতে ভাল খেলতে সাহায্য করবে।’’ বাগানে তাঁর জুনিয়র সতীর্থ সুহেল প্রথমবার জাতীয় দলে। শুভাশিস বললেন, ‘‘সুহেল প্রতিভাবান। আশা করি, ও নিজেকে প্রমাণ করবে।’’

Latest article