সংবাদদাতা, রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আশ্বাস দিয়েছেন। তাই তাঁর নির্দেশ মেনে স্কূলে যাবেন, গান গেয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম জানালেন চাকরিহারা রায়গঞ্জের দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানি উচ্চ বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণমৃত্তিকা নাথ। মুখ্যমন্ত্রীর বৈঠকের অপেক্ষা করেছেন রায়ের পর থেকেই। কাজেও গিয়েছেন এই ক’দিন। তিনি জানান, বিভিন্ন জায়গায় শিক্ষক- শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন বৈঠকের পর।
আরও পড়ুন-জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে লেপার্ড ‘পলাশ’
রাজ্যের প্রশাসনিক প্রধান যখন তাঁদের পাশে দাঁড়িয়েছেন তখন ভরসা আছে। মুখ্যমন্ত্রী তাঁর বৈঠকে বলেছিলেন ভলান্টারি সার্ভিসের কথা। তিনি জানান, শনিবার গোটা দিন স্কুল করেছি। কেননা বিগত সাত বছর ধরে এই স্কুলের বাচ্চাদের সাথে মায়ার বাঁধন তৈরি হয়েছে। আর এই জন্যই মানবিক মুখ্যমন্ত্রী মানবিক ভাবেই আমাদের কথা ভেবেছেন। আমরা বঞ্চিত হয়েছি কিন্তু ছাত্রছাত্রীরা যাতে কোনওভাবেই বঞ্চিত না হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দু’মাসের মধ্যে যোগ্যদের জন্য ব্যবস্থা করবেন। তারপর থেকেই মনে ভরসা রেখেছেন তিনি।