পারথ, ২০ নভেম্বর : শুভমন গিলকে নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন মর্নি মর্কেল! তিনি জানিয়েছেন, মহম্মদ শামির দিকেও টিম ম্যানেজমেন্টের তীক্ষ্ণ নজর রয়েছে। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন শুভমন। সিরিজের প্রথম টেস্ট থেকে কার্যত ছিটকে গিয়েছেন। এই বিষয়ে ভারতীয় বোর্ড সরকারিভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু বিকল্প হিসাবে টেস্ট স্কোয়াডে ঢোকানো হয়েছে দেবদত্ত পাড়িকল। জোর চর্চা, পারথে পাড়িকল-ই তিনে ব্যাট করবেন।
আরও পড়ুন-বিশাখাপত্তনমে নির্মম অত্যাচারের শিকার আইন পড়ুয়া
এই পরিস্থিতিতে মর্কেল বলে গেলেন, ‘‘শুভমন প্রতিদিন উন্নতি করছে। ওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে টেস্ট শুরুর দিন। প্রস্তুতি ম্যাচ ও তার আগে নেটে শুভমন যথেষ্ট ভাল ব্যাট করেছে। আমরা আশাবাদী।’’ এদিকে, চোট সারিয়ে ২২ গজে ফিরেই ছন্দে শামি। মর্কেল এদিন বলেন, ‘‘আমরা শামির দিকে নজর রাখছি। প্রায় এক বছর ও ক্রিকেটের বাইরে ছিল। ওর মাঠে ফেরা আমাদের জন্য দারুণ খবর। ওকে কীভাবে টেস্ট দলে ফেরানো যায়, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। যারা দেশে রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। কোনও সন্দেহ নেই, শামি বিশ্বমানের ফাস্ট বোলার।’’ নীতীশ রেড্ডিকে পারথে খেলানো হতে পারে জল্পনা তুঙ্গে। মার্কেল বলছেন, ‘‘নীতীশ তরুণ। ও টানা বল করে যেতে পারে। বিশ্বের সব দলই এমন অলরাউন্ডার চায়, যে পেসারদের সাহায্য করবে। জসপ্রীত-ই ঠিক করবে নীতীশকে কীভাবে ব্যবহার করা হবে।’’ রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। মর্কেলের বক্তব্য, ‘‘জসপ্রীত সহজাত নেতা। বিরাট, রাহুলের মতো সিনিয়রা ওকে সাহায্য করার জন্য রয়েছে।’’ বিরাট সম্পর্কে তিনি বলেন, ‘‘বিরাটের দায়বদ্ধতা, পেশাদারিত্ব দেখার মতো। নেটেও কঠোর পরিশ্রম করে। তরুণদের উচিত ওকে দেখে শেখা। তাতে ওরাও ক্রিকেটার হিসাবে আরও উন্নতি করবে।’’
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…