২ হাজারের নোট নিয়ে চরম বিভ্রান্তি, ফর্ম ফিলাপ, পরিচয়পত্র কেন?

Must read

প্রতিবেদন : আবার কি ২০১৬ সালের পুনরাবৃত্তি? আবার মানুষের হয়রানি! নাকি ফের মানুষের মৃত্যুমিছিল? ঢাকঢোল বাজিয়ে ৭ বছর আগে যে ২ হাজার টাকার (2000 note) নোট বাজারে এসেছিল, হঠাৎ তা বাতিল। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া কোনও কারণ দেখায়নি। সরকারও মুখে কুলুপ এঁটেছে। কিন্তু মানুষের মধ্যে অসংখ্য প্রশ্ন। হাতের কাছে ঘুরছে নানা সার্কুলার। কিছু ব্যাঙ্ক জানাচ্ছে সরাসরি ২ হাজার টাকার (2000 note) নোট ব্যাঙ্ক থেকে বদলাতে ফর্ম ফিলাপ করতে হবে না। আবার কেউ জানাচ্ছে ফর্ম ফিলাপ করা বাধ্যতামূলক। মঙ্গলবার থেকে নোট বাতিল শুরু হবে। রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া গাইডলাইন হল একসঙ্গে সর্বাধিক ১০টি নোট জমা করতে পরিচয়পত্র বা রিকুইজিশন স্লিপও লাগবে না। যদিও বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে আধার কার্ড ও প্যান কার্ড বাধ্যতামূলক। ইতিমধ্যে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, তাদের ব্যাঙ্কে নোট বদল করতে ফর্ম ফিলাপ করতে হবে। নিজের অ্যাকাউন্টে জমা করতে গেলেও সেই ফর্ম পূরণ করতে হবে। এবং সেই অনুযায়ী অ্যানেক্সচার-৩ ফর্ম তৈরি করে ফেলে পিএনবি-সহ কয়েকটি ব্যাঙ্ক। পরিচয়পত্র হিসেবে আধার-ভোটার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জবকার্ড, এনপিআর কার্ড গ্রাহ্য হবে। তাহলে বিনা পরিচয়পত্রে টাকা জমা নেওয়ার প্রতিশ্রুতি গেল কোথায়? সবটাই কী আবার সেই পুরনো ভাঁওতা? প্রশ্ন উঠছে সর্বত্র। আরবিআই-ও সার্বিক নিয়মনীতি ঘোষণা করেনি। ফলে এক একটি ব্যাঙ্ক এক এক রকম সার্কুলার তৈরি করছে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে জনতা।

আরও পড়ুন: আরও কাছাকাছি বিরোধীরা, মধ্যমণি নেত্রী

Latest article