দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণ ঘিরে জট, বিজেপির অভ্যন্তরেই দ্বন্দ্ব

দিল্লিতে এবার বিজেপি বনাম বিজেপির লড়াই!

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: দিল্লিতে এবার বিজেপি বনাম বিজেপির লড়াই! রাজধানীতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্প রূপায়ণ নিয়ে আগামী ১০ এপ্রিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে দিল্লি সরকারের চুক্তি হওয়ার কথা৷ তার আগেই বিজেপি প্রভাবিত দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (ডিএমএ) শীর্ষকর্তারা বেঁকে বসেছেন৷ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দ্বারস্থ হয়েছেন তাঁরা৷ বিজেপি প্রভাবিত এই চিকিত্‍সক সংগঠনের সদস্যতালিকায় আছেন দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ২০ হাজারের বেশি ডাক্তার৷ এই সংগঠনের দাবি হল, আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্পের শর্তে বদল করতে হবে৷ দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে অস্ত্রোপচারের নির্দিষ্ট খরচ আর দিল্লির জন্য অস্ত্রোপচারের নির্দিষ্ট খরচ এক হতে পারে না৷ রাজধানী দিল্লির ‘কস্ট অফ লিভিং’ বা জীবনযাপনের খরচ অনেক বেশি৷ স্বভাবতই এখানে স্বাস্থ্যবিমা প্রকল্পের অধীনে অপারেশনের খরচ না বাড়ালে চলবে না৷

আরও পড়ুন-বাদশা নাচালেন বিরাটকেও

এই সংগঠনের দ্বিতীয় দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় মাসের পর মাস বকেয়া রাখা যাবে না হাসপাতালের বিল৷ কতদিনের মধ্যে বিল পাশ করা হবে তার ঊর্ধ্বসীমা স্থির করতে হবে। দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা দাবিতে এই বক্তব্য জানিয়েছেন দিল্লির বিজেপি প্রভাবিত চিকিত্‍সক সংগঠনের পদাধিকারীরা৷ উল্লেখ্য, রাজধানীর প্রভাবশালী তথা গেরুয়া শিবিরের ডাক্তারদের এই দুই দাবির পরে রীতিমতো চাপে দিল্লি সরকার৷ আগামী ১০ এপ্রিল কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারের চুক্তি সম্পাদন হওয়ার কথা৷ তার আগে রাতারাতি কীভাবে এইসব পরিবর্তন হবে, ভেবে পাচ্ছেন না দিল্লি সরকারের উচ্চপদস্থ কর্তারা৷ এই আবহেই সামনে এসেছে ডাক্তারদের সংগঠনের হুঁশিয়ারি৷ দাবি মানা না হলে অদূর ভবিষ্যতেই তাঁরা অনির্দিষ্ট ধর্মঘটের পথে হাঁটার কথা ভাববেন বলে জানিয়ে দিয়েছেন ডিএমএ-র কর্তারা৷ এর জেরেই তৈরি হয়েছে বিজেপি বনাম বিজেপির দ্বন্দ্ব।

Latest article