সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: দিল্লিতে এবার বিজেপি বনাম বিজেপির লড়াই! রাজধানীতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্প রূপায়ণ নিয়ে আগামী ১০ এপ্রিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে দিল্লি সরকারের চুক্তি হওয়ার কথা৷ তার আগেই বিজেপি প্রভাবিত দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (ডিএমএ) শীর্ষকর্তারা বেঁকে বসেছেন৷ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দ্বারস্থ হয়েছেন তাঁরা৷ বিজেপি প্রভাবিত এই চিকিত্সক সংগঠনের সদস্যতালিকায় আছেন দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ২০ হাজারের বেশি ডাক্তার৷ এই সংগঠনের দাবি হল, আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্পের শর্তে বদল করতে হবে৷ দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে অস্ত্রোপচারের নির্দিষ্ট খরচ আর দিল্লির জন্য অস্ত্রোপচারের নির্দিষ্ট খরচ এক হতে পারে না৷ রাজধানী দিল্লির ‘কস্ট অফ লিভিং’ বা জীবনযাপনের খরচ অনেক বেশি৷ স্বভাবতই এখানে স্বাস্থ্যবিমা প্রকল্পের অধীনে অপারেশনের খরচ না বাড়ালে চলবে না৷
আরও পড়ুন-বাদশা নাচালেন বিরাটকেও
এই সংগঠনের দ্বিতীয় দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় মাসের পর মাস বকেয়া রাখা যাবে না হাসপাতালের বিল৷ কতদিনের মধ্যে বিল পাশ করা হবে তার ঊর্ধ্বসীমা স্থির করতে হবে। দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা দাবিতে এই বক্তব্য জানিয়েছেন দিল্লির বিজেপি প্রভাবিত চিকিত্সক সংগঠনের পদাধিকারীরা৷ উল্লেখ্য, রাজধানীর প্রভাবশালী তথা গেরুয়া শিবিরের ডাক্তারদের এই দুই দাবির পরে রীতিমতো চাপে দিল্লি সরকার৷ আগামী ১০ এপ্রিল কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারের চুক্তি সম্পাদন হওয়ার কথা৷ তার আগে রাতারাতি কীভাবে এইসব পরিবর্তন হবে, ভেবে পাচ্ছেন না দিল্লি সরকারের উচ্চপদস্থ কর্তারা৷ এই আবহেই সামনে এসেছে ডাক্তারদের সংগঠনের হুঁশিয়ারি৷ দাবি মানা না হলে অদূর ভবিষ্যতেই তাঁরা অনির্দিষ্ট ধর্মঘটের পথে হাঁটার কথা ভাববেন বলে জানিয়ে দিয়েছেন ডিএমএ-র কর্তারা৷ এর জেরেই তৈরি হয়েছে বিজেপি বনাম বিজেপির দ্বন্দ্ব।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…