কলকাতা লিগ শেষ করা নিয়ে তীব্র জট

ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডান ও ভবানীপুর ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

Must read

প্রতিবেদন : সন্তোষ ট্রফির মূলপর্ব ন’দিন পিছিয়ে যাওয়ায় কলকাতা লিগ শেষ করা নিয়ে জটিলতা আরও বাড়ল। খেতাবি দৌড়ে থাকা ডায়মন্ড হারবার এফসি ও ইস্টবেঙ্গল আইএফএ-কে জানিয়ে দিল, সন্তোষ ট্রফি শেষ হওয়ার পরই তারা লিগের সুপার সিক্সে নিজেদের বাকি ম্যাচগুলো খেলবে। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে লিগের বাকি ম্যাচ করতে হবে। কিন্তু সেখানেও সমস্যা রয়েছে। ডায়মন্ড হারবারের আই লিগ টু-র ম্যাচ শুরু জানুয়ারির ১৯ তারিখ। তাই কলকাতা লিগ অথৈ জলে।

আরও পড়ুন-তৈরি হয়েছে ৯০ লক্ষ এমএসএমই, কর্মসংস্থান ১.৪ কোটিরও বেশি, মহিলা উদ্যোগে দেশের মধ্যে সেরা বাংলা

ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডান ও ভবানীপুর ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ১৪ ডিসেম্বর সন্তোষের মূলপর্ব শুরুর আগেই লিগের সুপার সিক্সের বাকি ম্যাচগুলো ক্লাবগুলোকে খেলার অনুরোধ করেন আইএফএ সচিব। কিন্তু ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গল জানায়, তাদের ফুটবলাররা বাংলা দলের পাশাপাশি ভিনরাজ্যের হয়েও সন্তোষ ট্রফিতে খেলছে। পূর্ণশক্তির দল নিয়েই লিগের ম্যাচ খেলতে চায় দল। তাই সন্তোষের পরই খেলা দেওয়ার জন্য আইএফএ-কে অনুরোধ করে ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গল।

আরও পড়ুন-কাঁথিতে তৃণমূলে যোগ বিজেপি বুথ সভাপতির

ডায়মন্ড হারবার এফসি-র ভাইস-প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ডিসেম্বরের প্রথম দশ দিনের মধ্যে আমাদের লিগের বাকি দুই ম্যাচ খেলে নিতে বলছে। কীভাবে এটা সম্ভব! সন্তোষের মূলপর্ব পিছিয়ে গেলে আমাদের কী করার রয়েছে। সন্তোষে বাংলার স্বার্থ জড়িয়ে। সেখানে আমাদের ফুটবলারদের পাওয়া সম্ভব নয়। ভিনরাজ্যের হয়ে আমাদের একাধিক ফুটবলার সন্তোষে খেলছে। তাদের কীভাবে আনব? আমাদের কোচ ছুটিতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরবেন। আমরা সন্তোষের পরই খেলব। বুধবার চিঠি দিয়ে আইএফএকে জানিয়ে দেব।’’ একই বক্তব্য ইস্টবেঙ্গলেরও। তাদেরও একাধিক ফুটবলার বাংলা ও ভিনরাজ্যের সন্তোষের দলে রয়েছে। সন্তোষের পরই লিগের ম্যাচ খেলতে চায় ইস্টবেঙ্গল। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছেন, ‘‘ক্লাব আমাদের চিঠি দিক। তারপর সিদ্ধান্ত।’’

Latest article