উন্নয়নের প্রশ্নে দ্বিচারিতা কংগ্রেস ও সিপিএমের

অদ্ভুত দ্বিচারিতা সিপিএম আর কংগ্রেসের। একদিকে আদানির সমালোচনায় মুখর কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বঙ্গ সিপিএম নেতৃত্ব।

Must read

প্রতিবেদন: অদ্ভুত দ্বিচারিতা সিপিএম আর কংগ্রেসের। একদিকে আদানির সমালোচনায় মুখর কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বঙ্গ সিপিএম নেতৃত্ব। আবার বামশাসিত কেরলে সেই সিপিএম আর কংগ্রেসেরই গলাগলি সেই আদানি গোষ্ঠীর তৈরি ভিজিঞ্জাম আন্তর্জাতিক সমুদ্র বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই মোদি-ঘনিষ্ঠ আদানিদের হাতে বন্দরটি তুলে দিলেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

আরও পড়ুন-শুভমনদের দাপটে দুইয়ে গুজরাট

মঞ্চে পাশাপাশি বসেছিলেন প্রধানমন্ত্রী, বিজয়ন এবং কংগ্রেস সাংসদ শশী থারুর। সেই মঞ্চেই ছিলেন কংগ্রেস-সিপিএমের ‍‘চক্ষুশূল’ গৌতম আদানিও। শুধু তাই নয়, নিজের কেন্দ্রে মোদিকে স্বাগত জানাতে তিরুবনন্তপুরম বিমানবন্দরে হাজির হয়েছিলে শশী। লক্ষণীয়, ৮,৮৬৭ কোটি টাকা খরচ এই গভীর সমুদ্রবন্দরটি নির্মাণের দায়িত্বে ছিল আদানি পোর্টস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড। এই প্রকল্প ঘিরে নিঃসন্দেহে স্পষ্ট হয়ে উঠল সিপিএম আর কংগ্রেসের দ্বিচারিতা। বাংলায় আদানিদের বিরুদ্ধে যখন গলা ফাটাচ্ছেন মহঃ সেলিম আর সুজন চক্রবর্তীরা, বিরোধিতা করছেন বাংলার উন্নয়নের, ঠিক তখনই কেরলে সেই সিপিএমেরই অন্যরূপ কেরলে।

Latest article