তলায় তলায় জোট গড়েছে কংগ্রেস-বিজেপি, তোপ কেজরির

এই প্রসঙ্গেই দুটি দলকে নিশানা করে তাঁর তোপ, এত লুকোচুরির কী আছে? সরাসরি জোট ঘোষণা করে দিক কংগ্রেস আর বিজেপি৷

Must read

প্রতিবেদন: দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে হারাতে জোট গড়েছে কংগ্রেস ও বিজেপি। শনিবার নয়াদিল্লিতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই প্রসঙ্গেই দুটি দলকে নিশানা করে তাঁর তোপ, এত লুকোচুরির কী আছে? সরাসরি জোট ঘোষণা করে দিক কংগ্রেস আর বিজেপি৷

আরও পড়ুন-কয়লাকুঠির লেখক

কেজরিওয়াল দাবি করেন, দিল্লিতে আম আদমি পার্টি যেভাবে লাগাতার উন্নয়নমুখী কাজ করেছে এবং দিল্লির অধিবাসীদের আশীর্বাদ পেয়েছে, তার পরে আপের সঙ্গে এঁটে উঠতে না পেরে এবার কংগ্রেসকে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি৷ শনিবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান পাঞ্জাবের কিছু মহিলা৷ তাঁদের অভিযোগ ছিল, আম আদমি পার্টি পাঞ্জাবে কাজের কাজ কিছুই করছে না৷ এই অভিযোগ উড়িয়ে দিয়ে গোটা ঘটনাকে কংগ্রেস ও বিজেপির ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর দাবি, এই মহিলারা পাঞ্জাবের অধিবাসী নন৷ পাঞ্জাবের মানুষ নিজেদের রাজ্যে আপের কাজে অত্যন্ত খুশি৷ দিল্লিতে তাঁর বাসভবনের সামনে যেসব মহিলা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের একত্রিত করেছে কংগ্রেস ও বিজেপি, অভিযোগ কেজরিওয়ালের৷ এরই মাঝে শনিবার দিল্লির ২৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ ঘৃণা ভাষণে অভিযুক্ত দুই প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি ও পরবেশ ভার্মাকে প্রার্থী করেছে দল৷ নয়াদিল্লি কেন্দ্রে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রাক্তন সাংসদ পরবেশ ভার্মা৷ সংসদে দাঁড়িয়ে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে তিনি গত লোকসভা নির্বাচনে দলের টিকিট পাননি৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে পরবেশ ভার্মা এর আগে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের নিশানা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল৷ অন্যদিকে নয়াদিল্লি আসনে কংগ্রেসের প্রার্থী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে বর্ষীয়ান কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত৷ এর পাশাপাশি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী, আপ নেত্রী অতিশির বিরুদ্ধে কালকাজি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন আর এক বিতর্কিত প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি৷ তিনি লোকসভায় দাঁড়িয়ে বিরোধী শিবিরের সংখ্যালঘু সাংসদকে কটূক্তি করেছিলেন৷

Latest article