জাতীয়

তলায় তলায় জোট গড়েছে কংগ্রেস-বিজেপি, তোপ কেজরির

প্রতিবেদন: দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে হারাতে জোট গড়েছে কংগ্রেস ও বিজেপি। শনিবার নয়াদিল্লিতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই প্রসঙ্গেই দুটি দলকে নিশানা করে তাঁর তোপ, এত লুকোচুরির কী আছে? সরাসরি জোট ঘোষণা করে দিক কংগ্রেস আর বিজেপি৷

আরও পড়ুন-কয়লাকুঠির লেখক

কেজরিওয়াল দাবি করেন, দিল্লিতে আম আদমি পার্টি যেভাবে লাগাতার উন্নয়নমুখী কাজ করেছে এবং দিল্লির অধিবাসীদের আশীর্বাদ পেয়েছে, তার পরে আপের সঙ্গে এঁটে উঠতে না পেরে এবার কংগ্রেসকে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি৷ শনিবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান পাঞ্জাবের কিছু মহিলা৷ তাঁদের অভিযোগ ছিল, আম আদমি পার্টি পাঞ্জাবে কাজের কাজ কিছুই করছে না৷ এই অভিযোগ উড়িয়ে দিয়ে গোটা ঘটনাকে কংগ্রেস ও বিজেপির ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর দাবি, এই মহিলারা পাঞ্জাবের অধিবাসী নন৷ পাঞ্জাবের মানুষ নিজেদের রাজ্যে আপের কাজে অত্যন্ত খুশি৷ দিল্লিতে তাঁর বাসভবনের সামনে যেসব মহিলা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের একত্রিত করেছে কংগ্রেস ও বিজেপি, অভিযোগ কেজরিওয়ালের৷ এরই মাঝে শনিবার দিল্লির ২৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ ঘৃণা ভাষণে অভিযুক্ত দুই প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি ও পরবেশ ভার্মাকে প্রার্থী করেছে দল৷ নয়াদিল্লি কেন্দ্রে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রাক্তন সাংসদ পরবেশ ভার্মা৷ সংসদে দাঁড়িয়ে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে তিনি গত লোকসভা নির্বাচনে দলের টিকিট পাননি৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে পরবেশ ভার্মা এর আগে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের নিশানা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল৷ অন্যদিকে নয়াদিল্লি আসনে কংগ্রেসের প্রার্থী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে বর্ষীয়ান কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত৷ এর পাশাপাশি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী, আপ নেত্রী অতিশির বিরুদ্ধে কালকাজি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন আর এক বিতর্কিত প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি৷ তিনি লোকসভায় দাঁড়িয়ে বিরোধী শিবিরের সংখ্যালঘু সাংসদকে কটূক্তি করেছিলেন৷

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago