মহারাষ্ট্রের পুরসভায় কং-বিজেপি জোট, চরম বিশ্বাসঘাতকতা, বলল শিন্ডেসেনা

ক্ষমতার লোভ কোথায় নিয়ে যেতে পারে বিজেপিকে। রাজনৈতিক শত্রুতা ভুলে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধল নরেন্দ্র মোদির দল।

Must read

মুম্বই: ক্ষমতার লোভ কোথায় নিয়ে যেতে পারে বিজেপিকে। রাজনৈতিক শত্রুতা ভুলে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধল নরেন্দ্র মোদির দল। মেয়র নির্বাচনে কংগ্রেস সমর্থিত বিজেপি প্রার্থীর কাছে হেরে গেলেন এনডিএরই শরিক শিন্ডের শিবসেনা প্রার্থী। বিজেপির এই আচরণকে সরাসরি বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করল তাদেরই দোষর শিন্ডের শিবসেনা।

আরও পড়ুন-যোগীরাজ্যে কিশোরীকে ধর্ষণ করল পুলিশকর্মী

রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভায়। এই ঘটনায় রীতিমতো বিদ্রোহ দেখা গিয়েছে বিজেপির অন্দরেও। মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। তাঁর সাফ কথা, বিজেপি কখনও কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে না। বিজেপির স্থানীয় নেতার যা করেছেন তা শৃঙ্খলাভঙ্গের সামিল। এনডিএ শরিক শিবসেনা বিধায়ক বালাজি কিনিকার বিজেপি-কংগ্রেস জোটকে অশুভ জোট বলে মন্তব্য করেছেন। বলেছেন এটা আসলে শিবসেনার পেছনে ছুরি বসানো।

Latest article