প্রতিবেদন : বুধবার রাত থেকে শুরু। শুক্র, শনি পেরিয়ে রবিবার। এখনও আয়কর দফতরের কাছে এখনও পরিষ্কার নয়, কংগ্রেস সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর বাড়ি, কর্মসূত্রে যুক্ত এলাকা থেকে কত টাকা সর্বমোট উদ্ধার হল। তার কারণ হল টাকার এই বিপুল পরিমাণ। বান্ডিল বান্ডিল টাকা গুনতে গিয়ে যন্ত্রও বিকল হয়ে গিয়েছিল। নতুন যন্ত্র এনে ফের শুরু হয় গণনা।
আরও পড়ুন-‘তুমি তো আমার মা’ বৃদ্ধার ঘরে বসে চা সহযোগে আড্ডা দিলেন মুখ্যমন্ত্রী
ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বিভিন্ন বাড়ি ও অফিস থেকে উদ্ধার হওয়া টাকা গোনার জন্য ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ১০০ কর্মী নিযুক্ত করা হয়েছে। টাকার পরিমাণ ৩৫০ কোটি পেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এর আগে আয়কর দফতরের তল্লাশিতে সবথেকে বেশি উদ্ধার হয়েছিল ২০০ কোটি টাকা। ফলে এই তল্লাশির পর আয়কর সূত্রের দাবি, এটাই এখনও পর্যন্ত দেশে সবচেয়ে বেশি অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা হতে চলেছে।
আরও পড়ুন-দিনের কবিতা
আয়কর দফতরের বিপুল টাকা উদ্ধারের ঘটনা নিয়ে লোকসভা ভোটের আগে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে প্রচার শুরু করেছে বিজেপি। কংগ্রেসের পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া না গেলেও ওড়িশার কংগ্রেস নেতার দাবি, এই টাকা মজুতের দায় ধীরাজ সাহুর ব্যক্তিগত। দল এর দায় নেবে না। অন্যদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দাবি, বিজেপি নেতাদের বাড়িতেও তল্লাশি হোক। তাহলেই বোঝা যাবে তাদের কাছে কত আছে। তিনি প্রশ্ন তোলেন, কেন বারবার কংগ্রেসের নেতাদেরই টার্গেট করা হচ্ছে? কেন বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয় না?