নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : বাজেট অধিবেশনের শুরু থেকেই বিজেপি বিরোধিতার প্রশ্নে স্বকীয় অবস্থান বজায় রেখে চলেছে তৃণমূল (TMC)। কংগ্রেসের প্রতি তৃণমূলের (TMC) স্পষ্ট বার্তা, বিজেপি বিরোধিতার প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করুক তারা। বাংলায় তৃণমূলনেত্রীকে লাগাতার আক্রমণ করতে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছে কংগ্রেস। এই অবস্থায় জাতীয় ক্ষেত্রে তাদের নীতি নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। বুধবার সকালে অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। ছিলেন দলের দুই কক্ষের সদস্যরাই। এদিন কংগ্রেসের নেতৃত্বে ইডি দফতরের পদযাত্রায় অংশ নেয়নি তৃণমূল। এই প্রসঙ্গে দলের বক্তব্য, সাগরদিঘি উপনির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল কংগ্রেস। ওই দলের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী ধারাবাহিকভাবে তৃণমূলনেত্রী সম্পর্কে বিষোদ্গার করছেন। এই অবস্থায় তাদের সঙ্গে কক্ষ সমন্বয় করা সম্ভব নয়। কংগ্রেসের এই দ্বিচারিতা নিয়ে প্রতিবাদ করেছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, অধীরবাবু বিজেপির সবচেয়ে বড় দালাল। বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে লোকসভা ভোটে জিততে চাইছেন তিনি। তিনি যেখানে থাকবেন সেখানে আমরা থাকব না।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হলেন এ-রাজ্যের সংখ্যালঘুদের একমাত্র ভরসা : জয়প্রকাশ