অভিষেকের সভার আগেই ভাঙল কংগ্রেস

Must read

সংবাদদাতা, বহরমপুর : অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আসার আগেই ভাঙল কংগ্রেস (Congress)। শনিবার ফিরহাদ হাকিমের (Firhad Hakim- TMC) হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন সামশেরগঞ্জের কংগ্রেস নেতা তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জামিনুল রহমান। এছাড়াও যোগ দিয়েছেন আর এক কংগ্রেস নেতা আসিকুল ইসলাম। উপনির্বাচন আর মাত্র দশদিন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার সাগরদিঘিতে জনসভা করবেন। তার আগেই কংগ্রেস-দুর্গে ধস। সাংসদ খলিলুর রহমা বলেন, দুই কংগ্রেস নেতা যোগ দিলেও আগামীতে ব্লক স্তরে কয়েকশো কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। দুই কংগ্রেস নেতার হাতে দলীয় পতাকা তুলে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এর ফলে সাগরদিঘি (Sagardighi Bye Election) কংগ্রেস-শূন্য হয়ে পড়ল। শনিবার সাগরদিঘিতে দলীয় প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে আসেন ফিরহাদ। প্রার্থীকে নিয়ে হুড খোলা জিপে রোড-শো করেন। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এক হাত নেন তিনি। রোড-শোর আগে ফিরহাদ (Firhad Hakim- TMC) বলেন, বিজেপি এবং কংগ্রেস শিল্পপতিদের দাঁড় করিয়েছে। আর মা মাটি মানুষের সরকার যে তৃণমূল প্রার্থীকে সাগরদিঘিতে দাঁড় করিয়েছে তাঁর মাটির বাড়ি। মানুষ এসব দেখতে পাচ্ছে।

আরও পড়ুন: বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতির দাবি

Latest article