সংবাদদাতা, জঙ্গিপুর : বেআইনিভাবে সরকারি জমি দখল করে নিজের বসবাসের জন্য বাড়ি তৈরি করার অভিযোগ উঠল বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা তথা চার নম্বর ওয়ার্ডের কংগ্রেস (Congress) কাউন্সিলর হিরু হালদারের (Hiru Halder) বিরুদ্ধে। অভিযোগ, সেচ দফতরের জমি জবরদখল করে বাড়ি তৈরি করে সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন হিরু। বাড়ির নিচে একটি কাপড়ের দোকানও করেছেন বলে অভিযোগ। বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের অভিযোগ, বিভিন্নভাবে তৃণমূল পরিচালিত বহরমপুর পুরবোর্ডের কাজে ব্যাঘাত ঘটিয়ে শহরের উন্নয়ন স্তব্ধ করে দিতে চাইছেন হিরু হালদার (Hiru Halder)। উনি এখন অধীর চৌধুরীর দুষ্কর্মের সঙ্গী, একাধিক খুনেও অভিযুক্ত। এই অভিযোগ নস্যাৎ করতে না পেরে হিরুর সাফাই, ওই খাস জমিতে তাঁর বাবা বাড়ি করেছেন। তৃণমূল সরকার তো বলেছে যে যেখানে সরকারি জমিতে বাস করছে তাকে সেখানকার পাট্টা দিয়ে দেওয়া হবে। সরকার পাট্টা দিয়ে জমির মিউটেশন করালে তো পুরসভারও আয় বাড়বে।
আরও পড়ুন: পঞ্চম দোলে মেতেছেন মুর্শিদাবাদের হিলোরাবাসী