প্রতিবেদন : কর্নাটকের মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে এবার যুক্ত হলেন আরও একজন। তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে (Priyank Kharge)। বর্তমানে কর্নাটকের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী প্রিয়াঙ্ক শুক্রবার সরাসরি জানান, দলীয় হাইকমান্ড চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে তিনি রাজি। এদিন সংবাদমাধ্যমের সামনে তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে কর্নাটক রাজনীতিতে।
কর্নাটক জয়ের পর কংগ্রেসের দুই শীর্ষ নেতা সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের সংঘাত দেখেছিল গোটা দেশ। যদিও শেষ পর্যন্ত এই আসন দখল করেন সিদ্দারামাইয়া। সম্প্রতি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সিদ্দারামাইয়া মন্তব্য করেন, আগামী ৫ বছর পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আমিই থাকব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সংবাদমাধ্যমকে খাড়গে পুত্র প্রিয়াঙ্ক (Priyank Kharge) বলেন, সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রী পদে থাকা উচিত, ডি কে শিবকুমারেরও মুখ্যমন্ত্রী হওয়া উচিত। উনি যা বলেছেন তা ওঁর ব্যক্তিগত মন্তব্য। এটা হাইকমান্ড ঠিক করবে কে এই পদে বসবেন, কে বসবেন না। যদি কংগ্রেস হাইকমান্ড যদি চায় তবে আমিও মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত। এরপর তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, দিল্লিতে ৪ জন বসে ঠিক করেন কে মুখ্যমন্ত্রী হবেন। ক্ষমতার ভাগাভাগি কীভাবে হবে। প্রসঙ্গত, বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক ২০১৩ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তিনি ২০১৮ সালেও চিত্তপুর বিধানসভা আসন থেকে জিতেছিলেন এবং ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনেও এই কেন্দ্রে জয়ী হয়েছেন।
আরও পড়ুন- ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ইরান? লেবানন সীমান্তে ইমাম হুসেন ব্রিগেড