প্রতিবেদন : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা রাজীব গান্ধী (Rajiv Gandhi Assassination Case) হত্যাকারীকে মুক্তি দেওয়া কেন্দ্রীয় সরকারের ‘সস্তা রাজনীতি’ বলে অভিযোগ তুলল কংগ্রেস। দলের অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকারীকে মুক্তি দেওয়ার জন্য শীর্ষ আদালতে প্রভাব খাটিয়েছে কেন্দ্রীয় সরকার। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, একজন সন্ত্রাসবাদীকে সন্ত্রাসবাদী হিসেবেই বিবেচনা করা উচিত। রাজীব হত্যাকারীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে আমরা গভীরভাবে ব্যথিত এবং হতাশ। আজ দেশের জন্য দুঃখের দিন। শুধু কংগ্রেসকর্মীই নন, যারা ভারত ও ভারতীয়ত্বে বিশ্বাস করেন, যারা চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বাস করেন তাঁরাও এই সিদ্ধান্তে দুঃখিত ও ক্ষুব্ধ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামীদেরও এভাবেই মুক্তি দেওয়া উচিত কিনা তা নিয়ে প্রশ্নের অবকাশ আছে। কংগ্রেস মুখপাত্রের কথায়, বিষয়টা রাজীব গান্ধী (Rajiv Gandhi Assassination Case) বলে নয়, দেশের প্রধানমন্ত্রীকে হত্যা সম্পর্কিত ঘটনা। এই আদেশ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেক ব্যক্তিকেই আহত করবে। মনে রাখতে হবে রাজীব গান্ধী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
আরও পড়ুন: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলা: ৩১ বছর পর জেল থেকে মুক্ত দোষী পেরারিভালান