চক্রান্ত! কে এই ইউপিবাসী পঙ্কজ বনশল? বাংলায় সংকট তৈরির পরিকল্পিত চিত্রনাট্য

কেন তার নাম বারে বারে উঠে আসছে? সিবিআই কেন তার নাম প্রকাশ্যে আনছে না? এই প্রশ্ন উঠছে চাকরিহারাদের মধ্যে থেকেই।

Must read

প্রতিবেদন : চক্রান্ত, চক্রান্ত, চক্রান্ত। চাকরি নিয়ে বিতর্কের মাঝে উঠে এল একটি নাম। পঙ্কজ বনশল (Pankaj Bansal)। কে এই পঙ্কজ বনশল ? কেন তার নাম বারে বারে উঠে আসছে? সিবিআই কেন তার নাম প্রকাশ্যে আনছে না? এই প্রশ্ন উঠছে চাকরিহারাদের মধ্যে থেকেই।

আরও পড়ুন-কোন কৌশলে বাংলো জবরদখল দিলীপের, প্রশ্ন তৃণমূলের

চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের দায়িত্বে ছিল নাইসা সংস্থা। নাইসা আবার সাবলেট দিয়েছিল স্ক্যানটেক নামের সংস্থাকে। সিবিআই তদন্তে নেমে জানায় গাজিয়াবাদে পঙ্কজের বাড়ির ছাদ থেকে নাকি বাংলার চাকরিপ্রার্থীদের ওএমআর শিট পাওয়া গিয়েছে। ছাদ থেকে? ভাবা যায়? ওই শিটগুলি যে বাংলার চাকরিপ্রার্থীদের, তার গ্যারান্টি কে দিয়েছে? এ নিয়ে হাজারো প্রশ্ন। কেন সেই পঙ্কজকে সামনে আনছে না সিবিআই? এদের নিয়েই হাজারো প্রশ্ন চাকরিহারাদের। রহস্য বাড়ছে। কারণ পঙ্কজের বাড়ির ছাদে ওএমআর শিট। কেন তা সংরক্ষণ করে রাখা হয়নি? ১ বছর রেখে দেওয়ার কথা ওএমআর। তাহলে যা পাওয়া গিয়েছে, সেগুলি কী? পরিকল্পিত চাক্রান্ত? বাংলাকে হেয় করার চেষ্টা? বাংলার বিরোধীরা এর সঙ্গে জড়িত নয়তো? বাংলাকে অশান্ত করাই মূল উদ্দেশ্য? রহস্য, সন্দেহ বাড়ছে।

Latest article