চলন্ত ট্রেনে পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কনস্টেবল

ট্রেন কাটপাডি জংশনে ঢোকার মুখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তরুণী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করা হয়েছে।

Must read

রক্ষকই ভক্ষক! কোয়েম্বাটুর পুলিশের এক কনস্টেবলের (constable) বিরুদ্ধে চলন্ত ট্রেনে এক কলেজ পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগ উঠল । শুক্রবার সকালে চেন্নাই-কোয়েম্বাটুর ট্রেনে ঘটনাটি ঘটে। রেল পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। আপাতত সাসপেন্ড করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, তরুণী আইনের ছাত্রী এদিন চেন্নাই-কোয়েম্বাটুর লোকাল ট্রেনে উঠেছিলেন। কোয়েম্বাটুর সিটি পুলিশের হেড কনস্টেবলও সেই ট্রেনে ছিলেন। ভিড়ের মধ্যে তরুণীকে অত্যন্ত অস্বস্তিকরভাবে স্পর্শ করছিলেন ওই কনস্টেবল। বিরক্ত হয়েই নিজের ক্যামেরায় পুরো ঘটনার ভিডিয়ো তুলে তিনি পাঠিয়ে দেন RPF-এর কাছে। রেল পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি।

আরও পড়ুন-মোদি বাজপেয়ীর রাজধর্ম পালনের ভিডিয়ো পোস্ট করে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ট্রেন কাটপাডি জংশনে ঢোকার মুখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তরুণী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। জানা গিয়েছে, কাটপাডি রেলওয়ে পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে। অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে পুলিশই যেখানে প্রকাশ্যে মহিলাদের শ্লীলতাহানি করছে সেখানে সেই রাজ্যে নারীদের কোনও নিরাপত্তা নেই এই নিয়ে সন্দেহের অবকাশ নেই। স্বাভাবিকভাবেই এরপরে চলন্ত ট্রেনে এভাবে নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Latest article