যত কাণ্ড যোগীরাজ্যে। হাজার চেষ্টা করলেও সময়মত অফিসে পৌঁছতে পারছেন না এই কনস্টেবল (Constable)। দায়ী নাকি স্ত্রী। জানা গেল, রাতে তিনি স্বপ্ন দেখেন, স্ত্রী নাকি তাঁর রক্ত খেয়ে নিচ্ছেন, তাই রাতে ঘুম হয় না। রাতে অপর্যাপ্ত ঘুম হওয়ার ফলে সঠিক সময়ে কর্মক্ষেত্রে পৌঁছতে পারেন না তিনি। উত্তরপ্রদেশের সশস্ত্র বাহিনীর এক কনস্টেবল দেরিতে পৌঁছনোর কারণ জানাতে গিয়ে এমনটাই ব্যাখ্যা দিয়েছেন। ওই কনস্টেবলের ব্যাখ্যা-সহ চিঠিটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সশস্ত্র বাহিনীর তরফে জানানো হয়েছে, চিঠিটি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-কসবাকাণ্ডে এবার গ্রেফতার লোন রিকভারি এজেন্ট
উত্তরপ্রদেশের প্রাদেশিক সশস্ত্র বাহিনী পিএসি-র ৪৪ নম্বর ব্যাটালিয়নের এক কনস্টেবলকে কর্তব্যে গাফিলতির কারণ দেখিয়ে জবাব দিতে বলা হয়েছিল। গত ১৭ ফেব্রুয়ারি নোটিশ জারি হয়েছিল। নোটিশের নীচে বাহিনীর ৪৪ নম্বর ব্যাটালিয়নের জি-স্কোয়াড কমান্ডার মধুসুদন শর্মার সই ছিল। সূত্রের খবর, অভিযুক্ত ওই কনস্টেবলের সকাল ৯টায় কাজে যোগ দেওয়ার কথা ছিল। তবু তিনি দেরিতে পৌঁছেছিলেন। কনস্টেবল সঠিক পোষাক পরে ছিলেন না এবং দাড়ি কামানো ছিল না। সবমিলিয়ে তিনি একেবারে কর্মক্ষেত্রের উপযুক্ত ছিলেন না। কনস্টেবল যে প্রায়শই কাজে আসতে দেরি করেন, সে কথাও বলা হয় নোটিশে।
আরও পড়ুন-লঙ্কা চা-এর প্রেমে মজে মন্ত্রী থেকে সঙ্গীতশিল্পী
জবাবের চিঠিতে কনস্টেবল জানান ব্যক্তিগত কিছু কারণে আগের রাতে ঘুম না-হওয়ার ফলে ১৬ ফেব্রুয়ারি কাজে যোগ দিতে তাঁর দেরি হয়েছে। তিনি জানান স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তি চলছিল আর তারপর থেকেই ঘুমোলেই স্বপ্ন দেখতেন স্ত্রী তাঁর বুকের উপর উঠে বসে রক্ত খাওয়ার চেষ্টা করছেন। তাই ভয়ে তিনি রাতে ঘুমাতে পারেন না। এরপরেই ৪৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সত্যেন্দ্র প্যাটেল জানিয়েছেন উত্তরের চিঠিটি খতিয়ে দেখা হচ্ছে। ওই কনস্টেবল সম্পর্ক আরো খবর নেওয়া হচ্ছে। তাঁর কী সমস্যা, সবই বিবেচনা করে দেখা হচ্ছে। কনস্টেবলের ব্যক্তিগত কারণে মনোস্তাস্তিক পরামর্শের প্রয়োজন হলে সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে।