২১৫০ রাস্তা নির্মাণ, সংস্কারে ৫৯৭ কোটি

এই প্রকল্পে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫টি মহকুমার ২৯টি ব্লকে ২১৫০টি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তার উন্নতিকরণ হবে।

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার : কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ ও মেরামতি কাজের সূচনা করেন। এর জন্য প্রায় ৩ হাজার কোটি টাকার সবটাই বহন করবে রাজ্য সরকার। গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প।

আরও পড়ুন-৪৮০ রাস্তায় বরাদ্দ ১৬১ কোটি

এই প্রকল্পে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫টি মহকুমার ২৯টি ব্লকে ২১৫০টি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তার উন্নতিকরণ হবে। যার মোট দৈর্ঘ্য ১৬৬৭ কিলোমিটার। এই প্রকল্প রূপায়ণে জেলায় খরচের ৫৯৭ কোটি টাকা পুরোটাই দেওয়া হবে সরকারের তহবিল থেকে। মঙ্গলবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর মূল প্রকল্প উদ্বোধনের পাশাপাশি জেলার ৫ মহকুমার সমস্ত ব্লক ও গ্রাম পঞ্চায়েতে আলাদা উদ্বোধন অনুষ্ঠান হয়। জেলা পর্যায়ে অনুষ্ঠান হয় ডায়মন্ড হারবার মহকুমার ফলতায়। উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, সভাধিপতি সামিমা শেখ, মহকুমা শাসক অঞ্জন ঘোষ প্রমুখ বিশিষ্টজনেরা।

আরও পড়ুন-অপহরণ ও খুনের মামলায় যাবজ্জীবন

আলিপুর মহকুমায় বজবজ ২ ব্লকের অন্তর্গত কামরা পঞ্চায়েতের বৃন্দাবনপুর, দাসপাড়ায় হয় অনুষ্ঠান। বারুইপুর মহকুমায় হয় বিডিও অফিসের বিপরীতে। ক্যানিং মহকুমায় ১ ব্লকের মাতলা ১ গ্রাম পঞ্চায়েতে ও কাকদ্বীপ মহকুমায় প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের পুকুরবেড়িয়াতে হয় অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠান মঞ্চে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার ব্যবস্থা ছিল।

Latest article