প্রতিবেদন : দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই কাজের গতি ও প্রশাসনিক তৎপরতা বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পরিদর্শন করতে এসে ঘোষণা করেছিলেন মন্দিরের শোভা বাড়ানোর জন্য মন্দিরের গেট নির্মাণ-সহ এলাকাকে সুন্দরভাবে সাজানো হবে। তাঁর ঘোষণামতোই দিঘার জগন্নাথ মন্দিরের সামনের ১১৬বি জাতীয় সড়কের উপর গেট নির্মাণের জন্য মঙ্গলবার থেকে আগামী ২০ দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকছে। এই সময়ে পুরনো দিঘা থেকে নিউ দিঘা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে বাইপাস। কারণ দিঘা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি ‘জগন্নাথ ধাম’-এর সামনের রাস্তার উপর তৈরি হচ্ছে সুবিশাল ‘চৈতন্য দ্বার’।
আরও পড়ুন-বিদ্যুতের আমল থেকে বেহাল পিয়ারসন, হাসপাতাল নিয়ে উদ্যোগী নতুন উপাচার্য
দু’সপ্তাহের বেশি সময় এই কাজ চলবে। সেই কারণেই যান চলাচলে রাশ টানা হচ্ছে। দিঘায় আসা পর্যটকদের এই সময়ে দিঘা বাইপাস হয়ে পুরনো দিঘা থেকে নিউ দিঘা যেতে-আসতে হবে। মঙ্গলবার গোটা দিঘায় মাইকিং করে এই প্রচার করে জেলা প্রশাসন। সোমবার রাত থেকে গেট নির্মাণকাজ শুরু হয়েছে। ফলে ওল্ড দিঘায় যাওয়ার জন্য দিঘা গেটের কাছে নেমে অটো বা টোটো ধরে যেতে হবে। আর নিউ দিঘার ক্ষেত্রে দিঘা গেট থেকে বাইপাসের রাস্তা ধরতে হবে। এছাড়াও জগন্নাথ মন্দিরের পাশের ছোট রাস্তা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে। প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরের উদ্বোধন যে এবার তারকাখচিত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। প্রায় ২০০ কোটি টাকার এই ২১৩ ফুট উচ্চতার জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের দিকে বর্তমানে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছেন। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে।