প্রতিবেদন : সরকারের তরফে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজে জোর দেওয়া হল। গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারকাজ ৩০ মার্চের মধ্যেই শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার (West Bengal Government)। রবিবার ১০,৬০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির প্রকল্প রাস্তাশ্রীর অগ্রগতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী (CS HK Dwivedi)।
ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদের প্রতি মুখ্যসচিবের স্পষ্ট নির্দেশ, রাস্তা নির্মাণ এবং সংস্কার সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ দ্রুত শেষ করে নির্মাণকাজ শুরু করে দিতে হবে ৩০ মার্চের আগেই। গ্রামীণ রাস্তায় নয়া নিয়োগ সংক্রান্ত যা যা কাজ তাও মার্চের মধ্যে শেষ করতে হবে। বিশেষ করে আশাকর্মীদের নিয়োগ ফেলে রাখা যাবে না।
কৃষি দফতর, অনগ্রসর কল্যাণ দফতর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর, নারী শিশু ও সমাজকল্যাণ এবং পঞ্চায়েত দফতরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব (CS HK Dwivedi)।
তবে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাস্তাশ্রী প্রকল্প এবং কর্মীনিয়োগ। মুখ্যসচিবের নির্দেশ, এই দুটি বিষয়ে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। বৈঠক চলাকালীন তিনি বলেন, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় খাবারের গুণগত মান বজায় রাখতে হবে, রান্না করা খাবার দেওয়া যাবে না।
আরও পড়ুন: ভোটের সকালেই সাগরদিঘিতে কংগ্রেস-বিজেপি অশুভ আঁতাত প্রকাশ্যে