মধ্যরাতে কলেজ মোড়ে পুলিশ কিয়স্কে ঢুকে গেল কন্টেইনার

ফের একবার শহর কলকাতায় (Kolkata) বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। সেক্টর ফাইভ কলেজ মোড়ে নিমেষের মধ্যেই তছনছ হয়ে গেল পুলিশ কিয়স্ক।

Must read

ফের একবার শহর কলকাতায় (Kolkata) বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। সেক্টর ফাইভ কলেজ মোড়ে নিমেষের মধ্যেই তছনছ হয়ে গেল পুলিশ কিয়স্ক। মঙ্গলবার গভীর রাতে অত্যন্ত দ্রুতগতিতে একটি কন্টেইনার গোদরেজ ওয়াটারসাইড থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় কলেজ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কিয়স্কে ধাক্কা মারে। এর ফলে ভেঙে যায় কিয়স্কটি।

আরও পড়ুন-ঠাকুরপুকুর দুর্ঘটনায় নেই প্রতিবাদ, টলিউডের নীরবতাকে নিশানা কুণাল ঘোষের

জানা গিয়েছে, ঘটনার সময় কিয়স্কের ভিতর বা আশেপাশে কেউ ছিলেন না। সেই কারণেই হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনা ঘটিয়ে কন্টেইনারটি দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজ জোগাড় করে কন্টেনারের সন্ধান চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, গত শনিবার ওয়েবেল মোড়ে আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। সেক্টর ফাইভের এক তথ্য প্রযুক্তি কর্মীকে পিষে দিয়ে যায় বাস। মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ বছরের এক তরুণীর। যদিও ঘটনাস্থল থেকে বাসটি পালানোর চেষ্টা করলেও কলেজ মোড় থেকে সেটিকে ধরে ফেলে পুলিশ।

Latest article