প্রতিবেদন : আই লিগের শুরুতেই বিতর্ক। যোগ্যতা অর্জন পর্ব খেলেই এবারের আই লিগে খেলার ছাড়পত্র পেয়েছে নতুন দল রাজস্থান ইউনাইটেড। তার পরেও রবিবার লিগের প্রথম ম্যাচে দল নামাতে সমস্যায় পড়ল তারা। কারণ, পর্যাপ্ত ফুটবলার নেই। এদিন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে মাত্র ৯ জন ফুটবলার খেলাতে পেরেছে রাজস্থান। ম্যাচে তারা হেরে গেল ২-০ গোলে। আসলে অক্টোবর মাসে আই লিগে খেলার ছাড়পত্র পেয়েছে দল। কিন্তু অপেশাদার ফুটবলার সই করানোর সময়সীমা আগেই পেরিয়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়।
আরও পড়ুন-ফিরছে দর্শক
এখন জানুয়ারির ১ তারিখ থেকে পেশাদার ট্রান্সফার উইন্ডো খুললে ফুটবলার রেজিস্ট্রেশন করিয়ে লিগের ম্যাচ খেলতে পারবে রাজস্থান।
ফেডারেশনের নিয়ম মেনে নিয়ে রাজস্থান ক্লাবের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘আমরা স্পোর্টসম্যানশিপ দেখিয়েই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা খেলার সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে ক্লাব এটাও জানিয়েছে, ফেডারেশন প্রথমে জানিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে অপেশাদার ফুটবলার সই করিয়ে খেলানো যাবে। কিন্তু পরে নাকি এআইএফএফ জানিয়েছে, ৩১ অগাস্টের মধ্যে সই হলেই লিগে খেলানো যাবে। পরে এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও।
আরও পড়ুন-
বিবৃতি দিয়ে তারা জানায়, ‘অপেশাদার ফুটবলার সই করানো যাবে শুধুমাত্র পেশাদার রেজিস্ট্রেশন উইন্ডোতে। ৩১ ডিসেম্বরের মধ্যে অপেশাদার ফুটবলাররা লিগে খেলতে পারবে। কিন্তু পেশাদার ট্রান্সফার উইন্ডোয় প্লেয়ার রেজিস্ট্রেশন করানো থাকতে হবে।’ মহমেডান কর্তারা বলছেন, পাঞ্জাবের জায়গায় আমরা থাকলে এই ম্যাচ খেলতাম না। ফেডারেশনেরও উচিত ছিল ম্যাচ স্থগিত রাখা।