নাম নিয়ে হয়েছিল বিতর্ক। আদালতে হয়েছিল মামলা। শেষ পর্যন্ত বদলানো হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের সিংহ এবং সিংহীর নাম। আগে তাদের নাম ছিল আকবর ও সীতা। সিংহী এবং সিংহীর নাম বদল নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। তারপর মুখ্যমন্ত্রীই তাদের নাম রাখেন সুরজ-তনয়া।
আরও পড়ুন-জলপ্লাবনের মাঝে লখনউয়ে মহিলাদের সঙ্গে ন্যক্কারজনক ঘটনা, বিজেপির যোগীরাজ্যের চিত্র
গত ১২ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছিল সিংহ এবং সিংহীটিকে। তারপর নামকরণ করা হয় সীতা এবং আকবর। তাঁদের নামের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ।
আরও পড়ুন-মৃত্যুপুরী ওয়েনাড়ে কাল তৃণমূল-দল
এরপরেই কলকাতা হাইকোর্ট রাজ্যকে নাম বদলের পরামর্শ দিয়েছিল। রাজ্য সরকারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী জানান, নামকরণ নিয়ে মামলা হয়েছিল। এরপরেই সিংহ এবং সিংহীর নাম বদল করে দেয় রাজ্য সরকার।