সমাজমাধ্যমে কংগ্রেসের পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

অন্যান্য সব বিরোধী দলের মতোই পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

Must read

প্রতিবেদন: পহেলগাঁও হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যান্য সব বিরোধী দলের মতোই পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন-নাগরিকত্ব প্রমাণে আর বৈধ নয় আধার-প্যান-রেশন কার্ড

তবুও তাঁরই দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি কুরুচিকর ছবি দিয়ে পোস্ট করেছেন। তাতে ছিল প্রধানমন্ত্রীর একটি বিকৃত করা ছবি। প্রশ্ন তোলা হয়েছে, পহেলগাঁও জঙ্গি হামলার পর সর্বদলীয় বৈঠকে কেন উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী? তাঁর ছবির মাথায় লেখা ‘গায়েব’। ক্যাপশনে লেখা হয়েছে, দায়িত্বের সময় অদৃশ্য। এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে বিতর্কের ঝড়।

Latest article