আবারও নতুন করে শুরু হল শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিতর্ক। এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিধি জারি করা হয়। কিছুদিন আগেই কলেজে হিজাব পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার মুম্বইয়ের (Mumbai) একটি কলেজে ড্রেস কোড জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করেই বলা হয়েছে কলেজে নিষিদ্ধ ছেঁড়া জিন্স, টি শার্ট, এবং যেকোন রকম খোলামেলা পোশাক। চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটির এনজি আচার্য এবং ডিকে মারাঠে কলেজ ছাত্রছাত্রীদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ক্যাম্পাসে থাকাকালীন ‘আনুষ্ঠানিক (ফর্মাল) এবং শালীন’ পোশাক পরতে হবে।
আরও পড়ুন-ফুলবাড়িতে গণপিটুনির ঘটনা ঘটেনি : পুলিশ
সূত্রের খবর, কলেজের গেটে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেখানে শুধু পোশাক বিধি নয় অন্য কী নিয়ম মানতে হবে সেটাও জানানো হয়েছে। ওই নোটিশে সই আছে কলেজের অধ্যক্ষ বিদ্যাগৌরী লেলের। নির্দেশিকায় জানানো হয়েছে, ‘পড়ুয়াদের ক্যাম্পাসে থাকাকালীন ফর্মাল এবং শালীন পোশাক পরতে হবে। হাফ-শার্ট বা ফুল-শার্ট এবং ট্রাউজার পরতে পারে। মেয়েদের ক্ষেত্রে ভারতীয় এবং পাশ্চাত্য পোশাকে কোন বাধা নেই। তবে তাদের ধর্ম প্রকাশ করে বা সাংস্কৃতিক বৈষম্য দেখায় এমন পোশাক পরা যাবে না। কোনরকম জার্সিও চলবে না।’
আরও পড়ুন-নির্লজ্জ যোগী প্রশাসন. মৃত্যু বেড়ে ১২৬, লাশের পাহাড় দেখে হৃদরোগে মৃত্যু পুলিশকর্মীর
গত মাসে ২৭ তারিখে ওই নোটিশ দেওয়া হয়। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, ‘হিজাব, বোরকা, নাকাব, স্টোল, ক্যাপ এবং ব্যাজগুলি কমন রুমে গিয়ে খুলতে হবে এবং তারপরে কলেজ ক্যাম্পাসে ঢোকা যাবে।’ নোটিশ জারি হওয়ার পরে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। যদিও এখানে পড়ুয়াদের দাবি নতুন ড্রেস কোড সম্পর্কে তারা অবগত ছিল না। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই কলেজ তাদের ক্যাম্পাসে হিজাব, নাকাব, বোরকা, স্টোল, ক্যাপ এবং ব্যাজ পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…