প্রতিবেদন : আইপিএলে ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্স (KKR) ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচ নিয়ে হঠাৎ জটিলতা তৈরি হয়েছে। কলকাতা পুলিশের তরফে সিএবি-কে চিঠি দিয়ে জানানো হয়েছে, রামনবমীর কারণে সেদিন ইডেনের ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন-উত্তরবঙ্গে ফুটবল অ্যাকাডেমি সাদার্ন সমিতির
পুলিশের চিঠির কথা জানিয়ে বিসিসিআই-এর কাছে ম্যাচের সূচি বদলের অনুরোধও করা হয়েছে সিএবি-র তরফে। সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘পুলিশের চিঠি পেয়েছি। ৬ এপ্রিলের ম্যাচ দুপুরে থাকলেও নির্দিষ্ট কারণে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছে। আমরা বোর্ডকে চিঠিও দিয়েছি। অনুরোধ করেছি নতুন সূচিতে ম্যাচ দেওয়ার জন্য।’’