প্রতিবেদন: নেপথ্যে কি সংকীর্ণ রাজনীতি, নাকি অন্যকিছু? তিরুপতি মন্দিরের (Tirupati Temple) প্রসাদী লাড্ডু নিয়ে গুরুতর অভিযোগ তুললেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী বিজেপি-বন্ধু চন্দ্রবাবু নাইডু। শুধু মারাত্মক অভিযোগ বললে কম বলা হবে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতরও বটে। চন্দ্রবাবুর অভিযোগ, বিশ্ববিখ্যাত তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে বিশুদ্ধ ঘিয়ের সঙ্গে মেশানো হতো পশুর চর্বি। এবং সেটা হত তাঁর পূর্ববর্তী ওয়াই এস আর কংগ্রেসের আমলে। ওয়াই এস আর কংগ্রেসের পাল্টা অভিযোগ, নোংরা রাজনীতি করছেন চন্দ্রবাবু।
কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই ধরনের মারাত্মক অভিযোগ আনার আগে এর সত্যতা কি আদৌ বিচার করেছেন টিডিপি সুপ্রিমো? একজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের অভিযোগের প্রতিক্রিয়া দেশে-বিদেশে কতটা সুদূরপ্রসারী হতে পারে তা কি তাঁর অজানা? বুধবার অমরাবতীতে অন্ধ্র বিধানসভায় এনডিএ বিধায়কদের বৈঠকে এই অভিযোগ করেন চন্দ্রবাবু। পবন কল্যাণের জনসেনা পার্টির বিধায়করাও ছিলেন বৈঠকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, চন্দ্রবাবু এ ব্যাপারে অভিযোগের আঙুল তুলেছেন ওয়াই এস আর কংগ্রেসের দিকে। পুরো দায় তাদের উপরই চাপিয়ে দিয়ে তিনি মন্তব্য করেছেন, ওয়াই এস আর কংগ্রেস সরকারের আমলেই মন্দিরের প্রসাদী লাড্ডু নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হত। জগম্মোহন রেড্ডির মুখ্যমন্ত্রিত্বের সময়ে মন্দিরের প্রসাদী লাড্ডুতে ঘিয়ের বদলে মেশানো হত পশুর চর্বি। চন্দ্রবাবুর সাফাই, এখন অবশ্য মন্দিরের লাড্ডু বানানো হয় বিশুদ্ধ ঘি দিয়েই। টিডিপি সুপ্রিমোর এই অভিযোগের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগম্মোহনের দল ওয়াই এস আর কংগ্রেস। দলের সাংসদ সুব্বা রেড্ডির তোপ, নোংরা রাজনীতি করছেন চন্দ্রবাবু। ভগবান ভেঙ্কটেশ্বরের কোটি কোটি ভক্তের ভাবাবেগে আঘাত করছেন তিনি। লক্ষণীয়, মন্দিরের এই শ্রীভরি লাড্ডু শুধু দেশের নয়, প্রতিদিন পাঠানো হয় বিশ্বেরও নানা প্রান্তে। জানুয়ারিতে অযোধ্যার রামমন্দির উদ্বোধনেও পাঠানো হয়েছিল এই লাড্ডু।