উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ চায় কোচবিহার

Must read

প্রতিবেদন : রাজ্যের প্রান্ত জেলা কোচবিহার থেকে কলকাতা যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস (Uttar Banga Express)। অথচ সেই ট্রেনের স্টপেজ নেই কোচবিহার স্টেশনে৷ যদিও কোচবিহার স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন দিনহাটার বামনহাট থেকে শিয়ালদহ যাতায়াত করে এই ট্রেনটি। এবারে কোচবিহার স্টেশনে স্টপেজের দাবিতে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রসের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ দলের নেতারা এদিন আলিপুরদুয়ারে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডিআরএম অমরজিৎ গৌতমের সঙ্গে দেখা করেছেন। অভিজিৎ দে ভৌমিক বলেন, উত্তরবঙ্গ এক্সপ্রেসের (Uttar Banga Express) স্টপেজের দাবিতে বড় আন্দোলনে নামছেন তাঁরা। কোচবিহারবাসীকে সঙ্গে নিয়ে এই আন্দোলন হবে৷ কোচবিহারের মানুষ উপকৃত হবেন৷ সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে কিট লাইন ও সিক লাইন খোলার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন- যাদবপুরের সমাবর্তন অনৈতিক নয়, রাজভবনকে কড়া বার্তা ব্রাত্য বসুর

Latest article