কৃষ্ণনগরে সমবায় সোসাইটি আট বছর পর পেল তৃণমূল

দুর্নীতিবাজ ব্যাঙ্কের কিছু লোকজন বুথ দখল করে ভোটে জিততে চেয়েছিল। আমাদের লড়াই ও সাধারণ মানুষের রুখে দেওয়াতে পারেনি।

Must read

অর্ক দাস কৃষ্ণনগর: কৃষ্ণনগরের শক্তিনগর কো-অপারেটিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাচনে পুরনো বোর্ডকে ফুৎকারে উড়িয়ে দিয়ে শিশির কর্মকারের নেতৃত্বে তৃণমূলের জয়জয়কার। এই সমবায় সমিতির নির্বাচনে দীর্ঘ আট বছর জয় পেল তৃণমূল।

আরও পড়ুন-দৃষ্টিহীনদের ফুটবল খেলা দেখে অবাক সবাই

শিশির কর্মকারের নেতৃত্বে ও এলাকার অন্য তৃণমূল নেতাদের লড়াইয়ে বিপুল ভোটে জিতল তারা। নটি আসনের সব ক’টিতেই জিতে রেকর্ড করেছেন তাঁরা। কৃষ্ণনগরের লড়াকু তৃণমূল নেতা শিশির কর্মকার জানান, এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল, যেভাবে শক্তিনগর সমবায় ব্যাঙ্কে দুর্নীতি আঁকড়ে বসেছিল, তাকে সরাতেই আমরা সকলের সহযোগিতা নিয়ে লড়াই নেমেছিলাম। মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই আমরা জিতেছি। দুর্নীতিবাজ ব্যাঙ্কের কিছু লোকজন বুথ দখল করে ভোটে জিততে চেয়েছিল। আমাদের লড়াই ও সাধারণ মানুষের রুখে দেওয়াতে পারেনি।

Latest article