আজ শুক্রবার দেশের দুই রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। এ রাজ্যে ভোট (Madhya Pradesh Election) শুরু হওয়ার আগে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেল। তাঁদের মধ্যে এক জন হলেন পাঞ্জাব পুলিশের কনস্টেবল এবং অন্য জন হলেন মধ্যপ্রদেশ সরকারের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের আধিকারিক।
পাঞ্জাব পুলিশের কনস্টেবল জরনেল সিং, মধ্যপ্রদেশ (Madhya Pradesh Election) সরকারের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের আধিকারিক ভীমরাওয়ের মৃত্যু হয়েছে। জরনেল সিং বৃহস্পতিবার টিকমগড়ে বুথ পাহারার দায়িত্বে ছিলেন। এবং ভীমরাও বেটুল এলাকার একটি ভোটকেন্দ্রে পরিদর্শক হিসাবে কাজ করছিলেন। ভোটের দায়িত্বে থাকাকালীন আচমকাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাঞ্জাবের ওই পুলিশকর্মীর। এরপর ওই একই দিনে মধ্যপ্রদেশ সরকারের কর্মী ভীমরাও বুকে যন্ত্রনার নিয়ে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎকরা তাঁকে মৃত বলে জানান।
আরও পড়ুন- রাতভর গুলির লড়াই, কাশ্মীরে নিকেশ ৫ জঙ্গি
এদিকে, নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিক বছর চল্লিশের মহিলা, রঞ্জিতা ডোংরা উজ্জয়িনীতে ভোট সংক্রান্ত সামগ্রী সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলে খবর। আজ মধ্যপ্রদেশের ৬৪হাজার ৫২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে চলবে সন্ধে ৬টা পর্যন্ত।