সংবাদদাতা, বারাসত : মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও রাজনৈতিক জনসভা করবেন উত্তর ২৪ পরগনার হাবড়ায়। তার আগে শনিবার মধ্যমগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে হয়ে গেল জেলা কোর কমিটির মিটিং। মিটিংয়ে উপস্থিত ছিলেন বিধানসভার মূখ্য সচেতক তথা কোর কমিটির চেয়ারপার্সন নির্মল ঘোষ, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, রফিকুর রহমান, রফিকুল ইসলাম, রহিমা মন্ডল, দেবেশ মন্ডল-সহ অন্যরা। নির্মল ঘোষ জানান, মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রথমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করবেন।
আরও পড়ুন-চলতি বছরে ঋণের অঙ্ক ১ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা, ক্ষুদ্রশিল্পে বিপুল কর্মসংস্থান রাজ্যে
সেখানে তিনি মানুষের জন্য নতুন নতুন পরিষেবাগুলির উদ্বোধন করবেন। অনুষ্ঠান শেষের পর রয়েছে জনসভা। দুটি অনুষ্ঠানই যাতে সার্বিক সুন্দর হয়ে ওঠে তার জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় তরফেও উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বারাসতে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। ভোট আসলেই তিনি এ-রাজ্যে আসেন। তারপর আর তার কোনও খোঁজ পাওয়া যায় না। উপরন্তু বাংলার মানুষের হকের টাকা আটকে রাখেন। অথচ বাংলার মুখ্যমন্ত্রী মানুষের সুখ দুঃখে তাঁদের পাশে আছেন। চলছে রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ। মঙ্গলবারের সভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং থাকবেন।
আরও পড়ুন-১১০টি পাওয়ার বাকেট মেশিন কিনবে পুরসভা
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওইদিন একাধিক পরিষেবা প্রদান করা হবে। তার তালিকা তৈরি হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। যাতে কোনও সমস্যা না হয় তার জন্য সব রকমের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।