বীরভূমে কোর কমিটির বৈঠক, মুখ্যমন্ত্রীর ফোন অনুব্রতকে

মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া বীরভূম জেলা তৃণমূলের নতুন কোর কমিটির প্রথম বৈঠক হল রবিবার, বোলপুর তৃণমূল কার্যালয়ে।

Must read

সংবাদদাতা, বোলপুর : মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া বীরভূম জেলা তৃণমূলের নতুন কোর কমিটির প্রথম বৈঠক হল রবিবার, বোলপুর তৃণমূল কার্যালয়ে। বৈঠকে অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ, বিকাশ রায়চৌধুরি প্রমুখ সাত সদস্য। দুই সদস্য শতাব্দী রায় এবং মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিশেষ কাজে বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। বৈঠক চলাকালীনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে ফোন করে বৈঠকের বিস্তারিত বিষয় জেনে নেন। আগামী দিনে কোর কমিটির বৈঠক অনুব্রতকে নাকি ডাকতেও বলেন। বৈঠক বা মুখ্যমন্ত্রী তাঁকে কী বলেছেন, এ নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ না খুললেও অনুব্রত জানিয়েছেন, যেহেতু এই মুহূর্তে আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূল চেয়ারম্যান, সেহেতু সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আশিসদাই বৈঠক ডাকবেন। বৈঠক শেষে আশিস বলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পূর্বঘোষণা অনুয়াযী চলতি মাসের ২৫-২৬ এবং ২৭ তারিখ যে মহামিছিল হওয়ার কথা ছিল সেটা হবে। পাশাপাশি দলনেত্রীর নির্দেশ মেনে এবার থেকে প্রত্যেক মাসে দু’বার করে কোর কমিটির বৈঠক হবে তিন মহকুমায়। বৈঠক ডাকা থেকে শুরু করে জেলা তৃণমূলের যাবতীয় সিদ্ধান্ত কোর কমিটির বৈঠকেই নেওয়া হবে।

আরও পড়ুন-পাক পতাকায় লাগাম টানতে গুচ্ছ নির্দেশিকা নগরপালের

জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ বলেন, রাজ্য নেতৃত্ব জেলা তৃণমূলকে যা নির্দেশ দিয়েছেন, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। আগামী বিধানসভা নির্বাচন বেশিদিন নেই। তার আগে এই কোর কমিটির নেতৃত্বে গোটা বীরভূম জেলায় সংগঠনের কাজ আরও ত্বরান্বিত হবে। আমাদের বিশ্বাস, বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১ আসনে তৃণমূলের নিরঙ্কুশ জয় হবে। আশিস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দলকে বিড়ম্বনায় ফেলার জন্য কিছু মন্তব্য করছেন, তাঁদের অনুরোধ করব এই ধরনের মন্তব্য করবেন না। দলের নজরে এলে সেই ব্যক্তিকে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি পেতে হবে।

Latest article