সংবাদদাতা, বোলপুর : আগামী শনিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে হতে চলেছে দলের জেলা কোর কমিটির বৈঠক। জানিয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি। ইতিমধ্যে কোর কমিটির সকল সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। মূলত রাজ্য নেতৃত্বের নির্দেশমতো জেলা তৃণমূল কোর কমিটি আগামী বিধানসভা নির্বাচনের আগে কীভাবে বিরোধীদের অপপ্রচার-মিথ্যাচার-কুৎসার জবাব দেবে এবং তার পাশাপাশি জেলায় দলের সংগঠন কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে আলোচনা করবে।
আরও পড়ুন-কাশ্মীরে সরকারি কোয়ার্টারে আত্মঘাতী বিজেপি নেতা
এই কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরি, কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ, শতাব্দী রায়, অসিত মাল ও সুদীপ্ত ঘোষ। তবে শনিবারে কোর কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আগামী বছর বিধানসভা নির্বাচনে জেলার ১১টি বিধানসভা আসনের সব কটিতে জেতার লক্ষ্য নিয়ে ঝাঁপাবে তৃণমূল। বিভিন্ন কর্মী সম্মেলনে কোর কমিটির সদস্যরা এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন। তাই ১১ আসনেই নিরঙ্কুশ জয় পেতে কোর কমিটির এই বৈঠক থেকেই রূপরেখা তৈরি হয়ে যাবে বলে জানান বিকাশ রায়চৌধুরি।