করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, মৃতদের পরিবারকে চাকরি রাজ্যের, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের মানবিক সিদ্ধান্ত। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের মানবিক সিদ্ধান্ত। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। সোমবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত পাশ হয়েছে। জানা গিয়েছে, ১৩ জন চাকরি পাবেন।

আরও পড়ুন-বিজেপির বাঙালি নিপীড়ন বসন্তকুঞ্জে ধরনা তৃণমূলের

এছাড়াও মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেস-এর কোচ নির্মাণের লক্ষ্যে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের বর্তমান ইউনিট সম্প্রসারণের জন্য ৪০ একর জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই জমি হুগলি জেলার কোতরং ও ভদ্রকালী মৌজায়। ১২৬ কোটি টাকার বিনিময়ে ওই ৪০ একর জমি ৯৯ বছরের লিজে হস্তান্তর করা হয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তড়িঘড়ি ডাক্তার ডেকে পাঠানো হয়। প্রেসার বেড়ে গিয়েছিল বর্ষীয়ান মন্ত্রীর।

Latest article