সংক্রমণ বেড়ে

পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা এক হাজারেরও বেশি বেড়েছে। এই মুহূর্তে দিল্লি ও কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

Must read

হঠাৎ করেই সংক্রমণ (infection) ফের বাড়ায় অনেকেই করোনার চতুর্থ ঢেউ আসন্ন বলে মনে করছেন। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৮০ জন। দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ১৫ শতাংশ। পাশাপাশি একদিনে করোনায় প্রাণ গিয়েছে ৫৬ জনের। সুস্থ হয়েছেন ১২৩১ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যা আক্রান্তের প্রায় অর্ধেক।

আরও পড়ুন-দিল্লিতে ওমিক্রনের ৯ উপ-প্রজাতির হদিশ!

পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, গত তিন-চার দিন ধরে সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছিল প্রায় ৬৫ শতাংশ। পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা এক হাজারেরও বেশি বেড়েছে। এই মুহূর্তে দিল্লি ও কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

Latest article