প্রতিবেদন : শিশুদের মধ্যে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ রুখতে আগাম পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে পুরসভার স্বাস্থ্য দফতর। রাজ্যের পরামর্শ এবং নির্দেশ অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুরসভা। রবিবার একথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘােষ।
আরও পড়ুন-BREAKING অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাভার আগেই বাগমুন্ডি থেকে উদ্ধার তলোয়ার
তবে তাঁর কথায়, অ্যাডিনোভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আউটডোরে জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে আনা হচ্ছে অনেক শিশুকেই। এদের অনেকেই অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ভরা বর্ষাতেই এই ছোঁয়াচে ভাইরাসের প্রকোপ দেখা দেয়। চিকিৎসকদের মতে, দু’বছরের কমবয়সি শিশুদের ঝুঁকি কিছুটা হলেও বেশি। তাই বাড়ির কারও জ্বর-সর্দি-কাশি বা গলা ব্যথা হলে অবশ্যই শিশুদের সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। বিশেষ করে শিশুদের সর্দি-কাশি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে সঙ্গে সঙ্গে নিতে হবে চিকিৎসকদের পরামর্শ। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ রুখতে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে পারে মাস্ক এবং স্যানিটাইজার। যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে ভিড়ও।